শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০৩:১৮:২০

দক্ষিণ আফ্রিকায় নয়, বাংলাদেশে খেলবেন বাটলার

দক্ষিণ আফ্রিকায় নয়, বাংলাদেশে খেলবেন বাটলার

স্পোর্টস ডেস্ক: আগামী নভেম্বরে দুই দিনের ব্যবধানে শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ও দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লীগ। তবে দক্ষিণ আফ্রিকার লীগে নয়, বিপিএলে খেলবেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের আসন্ন আশেজ সিরিজের প্রাক্কালে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে খেলতে দেখা যাবে বাটলারকে। শুক্রবার এমন খবর দিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। এতে বলা হয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে জশ বাটলারের চুক্তিটা ২০০০০০ পাউন্ডের ।

গত বছর বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ওয়ানডে দলকে নেতৃতত্ব দেন জশ বাটলার। তখনই বাটলারের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রাখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লীগর বদলে বিপিএলকে বেছে নিয়েছে ইংলিশ পেসার ডেভিড উইলি ও লায়াম প্লাঙ্কেটও।

ডেভিড উইলি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। রংপুর রাইডার্সের অজি কোচ  টম মুডির কারণে বিপিএলকে বেছে নিয়েছেন ডেভিড উইলি। আগামী ২রা নভেম্বর মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। এর দুই দিন পর শুরু হবে দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি আসর।
১২ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে