শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০৫:১১:৪৬

নাসির-মুমিনুলের দারুণ ছন্দ নিয়ে ভাবছেন নির্বাচকরা

নাসির-মুমিনুলের দারুণ ছন্দ নিয়ে ভাবছেন নির্বাচকরা

স্পোর্টস ডেস্ক: মুমিনুল হক ও নাসির হোসেনের জন্য প্রস্তুতি ম্যাচ পরীক্ষা বটে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই পরীক্ষায় এগিয়ে গেছেন তারা। তবে সেঞ্চুরি মিস করায় আফসোসে পুড়েছেন দু’জন। মুমিনুল আউট হয়েছেন ৭৩ রান করে। নাসির ৬২।

টেস্টে মুমিনুলের সক্ষমতা নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। তবে কয়েকটি ইনিংসে বড় স্কোর করতে না পারায় বাংলাদেশের শততম টেস্টে একাদশ থেকে বাদ পড়েন তিনি। আর নাসির তো দলের বাইরেই রয়েছেন। প্রস্তুতি ম্যাচে দু’জনের দারুণ ছন্দ নিয়ে নির্বাচকরা নিশ্চয়ই ভাবছেন।

এ দু’জনের সঙ্গে তানভির হায়দারের হাফ সেঞ্চুরিতে বৃহস্পতিবার তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়দিন তামিম ইকবালের বাংলাদেশ সবুজ দল ২৮৩ রান করে। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের বাংলাদেশ লাল দল ইমরুল কায়েসের উইকেট হারিয়ে করেছে ২৪ রান। প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের দল নয় উইকেটে ১৪০ রানে ডিক্লেয়ার করে।

নাসির কাল শুরুটা করেছিলেন ধীরগতিতে। সিঙ্গেল নেয়ায় ছিলেন মনোযোগী। থিতু হওয়ার পর তার অন্যরূপ। তাইজুল ইসলামের এক ওভারেই মারেন দুটি ছক্কা। সকালে তামিম ২৯ এবং মুমিনুল ১৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। এদিন সেঞ্চুরির আশা জাগিয়েও শেষতক তা পারেননি মুমিনুল।

চা-বিরতির আগে আউট হন তিনি। দ্বিতীয়দিনের শুরুতেই তামিম ২৯ করে আউট হন। রুবেল হোসেন ও সাকলাইন সজীব তিনটি করে উইকেট নেন। তাইজুল নেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইমরুল আবারও ব্যর্থ হয়েছেন। আট রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট
হয়ে ফেরেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে