শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০৬:১৬:৫২

নিজের ব্যাটিং টেকনিক নিয়ে যা বললেন সাব্বির!

নিজের ব্যাটিং টেকনিক নিয়ে যা বললেন সাব্বির!

স্পোর্টস ডেস্ক: তিন দিন ধরে দীর্ঘ সময় নিয়ে ব্যাটিং-অনুশীলন করেছেন দলের সবাই।  আর সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির জানালেন, ক্যাম্পে কাজ করছেন টেকনিক আরও শাণিত করতে।

নতুন কিছুর চেষ্টায় তাকে সাহায্য করছেন নতুন ব্যাটিং পরামর্শক।  তখন তিনি বলেন, টেকনিক নিয়ে একটু কাজ করছি।  ব্যাক লিফট, সামনে-পেছনে থ্রো ডাউন নিয়ে কাজ করছি।  কারণ থ্রো ডাউনটা ব্যাটিংয়ের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।  সেই সাথে সামনের বল বা পেছনের বলে কিভাবে দ্রুত মানিয়ে নেওয়া যায় এসব নিয়েই কাজ করছি।

চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ১০ রানে আউট হয়েছেন সাব্বির।  বৃষ্টিতে শেষ দিন খেলা না হওয়ায় ব্যাট করতে পারেননি দ্বিতীয় ইনিংসে।  নতুন ব্যাক লিফট নিয়ে তিনি বলেন, যত তাড়াতাড়ি আয়ত্তে নিতে পারব, তত ভালো আমার জন্য।  টেস্ট ম্যাচের জন্য যেভাবে কাজ করা দরকার ঠিক সেভাবেই কাজ করছি আমি।

সেই সময় নিজের পজিশন নিয়ে কথা বলেব তিনি।  তিনি বলেন, পজিশন নিয়ে চিন্তা কিছু করি না।  দল যেখানে খেলায়, সেখানেই খেলব।  তবে এ নিয়ে কোচ এখনও কিছু বলেননি।  তাই হয়ত ছয় বা পাঁচেও খেলতে পারি।

সাব্বিরের সহজাত ব্যাটিংয়ের সঙ্গে যদি যোগ হয় বিবেচনাবোধ, আগ্রাসন যদি হয় নিয়ন্ত্রিত, নিজেকে তাহলে নিতে পারেন তিনি নতুন উচ্চতায়।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে