শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০৮:৫৯:১০

প্রথমবারের মত তাসের বিশ্বকাপে অংশ নিতে ফ্রান্স গেল বাংলাদেশ দল!

প্রথমবারের মত তাসের বিশ্বকাপে অংশ নিতে ফ্রান্স গেল বাংলাদেশ দল!

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মত বাংলাদেশ ব্রিজ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।  আর সেই ব্রিজ বিশ্বকাপে অংশ নিতে আজ শুক্রবার ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ জাতীয় ব্রিজ দল।  

বিশ্বের মোট ২২টি দল নিয়ে ফ্রান্সের লি’ও তে ৪৩তম ব্রিজ বিশ্বকাপ আসর শুরু হবে।  আর এ বিশ্বকাপে বাংলাদেশ থেকে ৬ জন খেলোয়াড় ও ১ জন অফিসিয়ালসহ মোট ৭ জন অংশ নিচ্ছেন।

তবে এই বিশ্বকাপে জায়গা পেতে বাংলাদেশকে লড়তে হয়েছে অনেক দলের সাথে।  গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ব্রিজ বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।  লাল-সবুজের পতাকাধারী খেলোয়াড়দের লক্ষ্য চূড়ান্ত পর্বের দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়া।  দুই বছর পরপর এই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

আর এবার ব্রিজ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশি খেলোয়াড়রা হচ্ছেন- মো. রাশেদুল আহসান, মো. আসিফুর রহমান চৌধূরী, শাহ জিয়াউল হক, মির্জা সাজিদ ইস্পাহানী (ক্যাপ্টেন), এএইচএম কামরুজ্জামান, মো. মশিউর রহমান এবং প্রতিনিধি হিসেবে যাচ্ছেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে