শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০৯:৩৯:৪০

১২ মাসে দু’বার পৃথিবী ‘চক্কর’ দিয়েছেন কোহলি!

১২ মাসে দু’বার পৃথিবী ‘চক্কর’ দিয়েছেন কোহলি!

স্পোর্টস ডেস্ক: ৪০ হাজার তিন কিলোমিটার পথ একবার পৃথিবী প্রদক্ষিণ করতে পাড়ি দিতে হয়।  গেল এক বছরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আকাশপথে পাড়ি দিয়েছেন ৮৯ হাজার ৫১৪ কিলোমিটার পথ।  হিসেব করলে এক বছরেই দু’বার পুরো পৃথিবী ঘুরে ফেলেছেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।

গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে শুরুটা হয়েছে।  এরপর থেকেই টানা সফরের মধ্যে রয়েছে ভারত।  এই সময়ের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে ৪৩টি ম্যাচ খেলেছে ভারত।  আর ৪২ ম্যাচেই মাঠে নেমেছেন ভারতীয় অধিনায়ক কোহলি।  চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধর্মশালা টেস্ট বাদে দলের হয়ে সবগুলো ম্যাচেই মাঠে নেমেছেন ভারতের এই ব্যাটিং তারকা।

ইনজুরির কারণে অজিদের বিপক্ষে ওই টেস্টে মাঠে নামা না হলেও দলের সঙ্গে ছিলেন কোহলি।  আর তাতে প্রায় নব্বই হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার রেকর্ড গড়ে ফেলেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।  কোহলি যে দূরত্ব অতিক্রম করেছেন তাতে চাঁদে যাওয়ার এক-চতুর্থাংশ পথ পাড়ি দিয়ে ফেলেছেন তিনি।

কোহলি ক্রিকেটের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়েও রেকর্ড গড়ে ফেলেছেন।  এই পথ অতিক্রম করতে গিয়ে পশ্চিম সাইবেরিয়ার সারস অমিডকে (সারস পাখির একটি প্রজাতি) পেছনে ফেলেছেন তিনি।  সাইবেরিয়ান সারসটি সাত বছরে সবমিলিয়ে ৭৮ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে।  গেল দুই বছর আগে এই রেকর্ডটি গড়েছিলো অমিড।  কিন্তু আকাশে ওড়ার ক্ষেত্রে সাইবেরিয়ান সারসকে মাত্র এক বছরেই হার মানিয়েছেন কোহলি!
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে