হঠাৎ ‘ভূতের’ কবলে বার্সেলোনার ফুটবল টিম!
স্পোর্টস ডেস্ক: শনিবার টাফের মাঠে ২-০ গোলে দারুণ জয় নিয়ে ড্রেসিং রুমে ফিরে বার্সেলোনার খেলোয়াড়রা। কিন্তু রুমে ফেরার পরই ঘটে গেল এক মহা বিপত্তি। তাদের ড্রেসিং রুমে হানা দেয় বেশ কয়েকটি ‘ভূত’। তবে এই রসিক ভূতেরা কারো কোনো ক্ষতি করেনি। বরং সুযোগ পেয়ে বার্সেলোনার অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে রঙ্গ-তামাশায় মেতেছিলেন, তুলেছেন সেলফিও।
শুনে হয়তো অবাক হচ্ছেন। ভাবছেন এরা আবার কেমন ভূত। কারো ক্ষতি না করে বরং সবার সঙ্গে মজা করেছেন। আবার মাঝে মাঝে দাঁত বের করে অট্টহাসিতে ফেটে পড়ছেন, একে ওকে জড়িয়ে ধরে ফ্লোরে গড়াগড়ি খেয়েছেন।
তবে এই ভূত আর কেউ নন- নেইমার, সুয়ারেজ, আদ্রিয়ানো, ক্লাউদিও ব্রাভো, রাকেটিক ও মার্সেলো। গলকাল ছিল ‘হ্যালোইন’ দিবস। আর এই দিবসে নানারকম মুখোশ ও পোশাক পরে ভূত সাজেন নেইমার-সুয়ারেজরা।
প্রসঙ্গত, ‘হ্যালোইন’ উৎসবে পালিত কর্মকাণ্ডের মধ্যে আছে ট্রিক-অর-ট্রিট, ভূতের টুর, বনফায়ার বা অগ্ন্যুত্সব, আজব পোষাকের পার্টি, আধিভৌতিক স্থান ভ্রমণ, ভয়ের চলচ্চিত্র দেখা, কিংবা ভূতের মুখোশ পরে রঙ্গ-তামাশায় মেতে উঠা।এটি মূলত খ্রীষ্ঠানদের প্রচলিত একটি অনুষ্ঠান।
১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�