শনিবার, ১২ আগস্ট, ২০১৭, ০৯:৩২:৩৪

লঙ্কায় ট্রিপল সেঞ্চুরির হ্যাটট্রিক বিরাট কোহলিদের

লঙ্কায় ট্রিপল সেঞ্চুরির হ্যাটট্রিক বিরাট কোহলিদের

স্পোর্টস ডেস্ক:দ্বীপরাষ্ট্রে ধাওয়ান ধামাকা অব্যাহত৷ প্রথম টেস্টের পর তৃতীয় টেস্টেও দুরন্ত সেঞ্চুরি শিখর ধাওয়ানে৷ লোকেশ রাহুল ও ধাওয়ানের ব্যাটে ভর করে পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম দিনের শেষে ছ’ উইকেটে ৩২৯ রান তুলেছে ভারত৷ সিরিজের তিনটি টেস্টের প্রথম দিনই তিনশোর গণ্ডি টপকে যায় টিম কোহলি৷

লঙ্কাকে ৩-০ হারালে প্রথমবার বিদেশে কোনও দলকে হোয়াইটওয়াশ করবে টিম ইন্ডিয়া৷ প্রথম দু’টি টেস্টে বড় ব্যবধানে জয়ের পর ক্যান্ডি টেস্টেও শুরুটা দারুণ করল কোহলি অ্যান্ড কোং৷ দুই স্পিনার দিনের শেষে লঙ্কাকে কিছুটা স্বস্তি এনে দিলেও ম্যাচের রাশ কিন্তু ভারতের হাতেই৷ দিনের শেষে ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান সাহা (১৩) ও হার্দিক পাণ্ডিয়া (১)৷

আগের দু’টি টেস্টের মতো ক্যান্ডিতেও টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ ওপেনিং জুটিতে ধাওয়ান ও রাহুল ১৮৮ রান যোগ করে অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা দেয়৷ রাহুল অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও টেস্ট কেরিয়ারে তাঁর ষষ্ঠ শতরান করে ফেলেন ধাওয়ান৷ গলে ১৯০ রানের ইনিংস খেলা ধাওয়ান এদিন ১২২ বলে ১১৯ রান করে মালিন্দা পুস্পকুমারার বলে প্যাভিলিয়নে ফেরেন৷ প্রথম দু’টি সেঞ্চুরি হাঁকানো চেতেশ্বর পূজারা এদিন অবশ্য মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরেছেন৷ ৪২ রান করেন কোহলি৷ রান পাননি আগের ম্যাচে সেঞ্চুরিকারী অজিঙ্ক রাহানে৷ মাত্র ১৭ রানে প্যাভিলয়নের পথ ধরেন তিনি৷

সেঞ্চুরি মিস করলেও হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে পাশাপাশি বিশ্বরেকর্ড ছুঁলেন রাহুল৷ টানা সাতটি হাফ-সেঞ্চুরি করে টপকে গেলে ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়ের ২০ বছরের পুরনো রেকর্ড৷ একই সঙ্গে স্পর্শ করেন কুমার সঙ্গকারা, অ্যান্ডি ফ্লাওয়ারদের৷ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্য ১৯৯৭-৯৮ এ দ্রাবিড় টানা ছ’টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছিলেন৷ এর আগে ১৯৭৭-৭৮ এ গুন্ডাপ্পা বিশ্বনাথের এই নজির ছিল৷ কিন্তু ক্যান্ডি টেস্টে টানা সাতটি হাফ-সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটের এলিট ক্লাবে ঢুকে পড়লেন রাহুল৷

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই দারুণ ছন্দ রয়েছেন কর্নাটকি ব্যাটসম্যান৷ টানা সাত ইনিংসে সাতটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে এই মুহূর্তে সঙ্গাকারা, চন্দ্রপল, অ্যান্ডি ফ্লাওয়ার, ক্রিস রর্জাসের টানা সাতটি টেস্ট হাফ-সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন লোকেশ৷ স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে শতরান হাতছাড়া করেন৷ ৯০ রানের ইনিংস খেলে সেবার আউট হন প্রতিশ্রুতিমান এই ক্রিকেটার৷ এরপর গড়ের মাঠে দ্বিতীয় ইনিংসে লড়াকু ৫১রান করেন ডানহাতি ওপেনার৷  রাঁচিতে তৃতীয় টেস্টেও দুরন্ত ছন্দে রাহুল করেন ৬৭৷ অজিদের বিরুদ্ধে শেষ টেস্টে যথাক্রমে ৬০ ও ৫১৷ এরপর চোটের জন্য আইপিএল খেলেননি৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ দিনের ক্রিকেটে ফিরে ফের নিজের জাত চেনালেন৷ কলম্বো টেস্টে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন৷আর ক্যান্ডিতে ৮৫ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন৷
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে