সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ১০:১০:৪১

আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে

আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আজ (সোমবার) ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিকেল পৌনে ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে স্প্রিং বক খ্যাত জিম্বাবুয়ে দলের। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ক্রিকেট দলের সিরিজ শুরু হবে ৭ নভেম্বর। এ দিন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। জানা গেছে, পরিসংখ্যানের দিক দিয়ে সফরকারিদের থেকে বাংলাদেশ ক্রিকেট টীম এগিয়ে রয়েছে। ২০০১ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে হারেনি বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালের শেষ দিকে ঘরের মাঠে তাদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এবারো সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেচেন টাইগার বাহিনী। বিসিবি সূত্রে জানা গেছে, সিরিজ শুরুর আগে ৫ নভেম্বর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ৭, ৯ এবং ১১ নভেম্বর মিরপুরে তিনটি ওয়ানডে ম্যাচে মাঠে নামবে তারা। ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে স্প্রিং বকরা। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ নভেম্বর দেশে ফিরে যাবে তারা। ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে