পোলক-বোথামকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় অ্যান্ডারসন
স্পোর্টস ডেস্ক :এবার টেস্টে শন পোলকের ৪২১ উইকেট ছাড়িয়ে গেলেন জেমস অ্যান্ডারসন। এর ফলে পোলককে ছাড়িয়ে টেস্টে পেসার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন অ্যান্ডারসন।
একই সঙ্গে টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইংলিশ বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিকও এখন ৩৩ বছর বয়সি এই ডানহাতি পেসার। সেই সাথে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ইয়ান বোথামের ৪০ উইকেটকে।
জানা গেছে, ইনিংসের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারে আজহার আলীকে ফেরালেন জনি বেয়ারস্টোর ক্যাচ বানিয়ে। এরপর নিজের সপ্তম ওভারে এসে ইউনিস খানকে এলবিডব্লিউ করেই টেস্টে শন পোলকের ৪২১ উইকেট ছাড়িয়ে গেলেন জেমস অ্যান্ডারসন।
রোববার শারজাহ টেস্টে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে অ্যান্ডারসনের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৪৩টি। এর আগে বোথাম পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্টে ৪০ উইকেট নিয়েছিলেন। সেখানে অ্যান্ডারসন ১০ টেস্টেই বোথামকে ছাড়িয়ে গেছেন।
টেস্টে অ্যান্ডারসনের মোট উইকেটসংখ্যা এখন ৪২৪টি, যা কোনো পেসার হিসেবে পঞ্চম সর্বোচ্চ। অ্যান্ডারসনের ওপরে আছেন স্যার রিচার্ড হেডলি (৪৩১), কপিল দেব (৪৩৪), কার্টনি ওয়ালশ (৫১৯) ও গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)।
আর সব বোলারদের মধ্যে অ্যান্ডারসন রয়েছেন অষ্টম স্থানে। ৮০০ টেস্ট উইকেট নিয়ে সবার ওপরে আছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরন।
২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�