শুরুতেই বিপাকে রংপুর বিভাগ
স্পোর্টস ডেস্ক : আবারও বৃষ্টির বাগড়া ওয়ালটন ১৭তম জাতীয় লিগের (এনসিএল) প্রথম পর্ব। ষষ্ঠ ও শেষ পর্বের দ্বিতীয় দিনেও একইভাবে সেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল। ফলে শিরোপার লড়াইয়ে প্রথম স্তরের দুটি ম্যাচের একটিও বল মাঠে গড়ায়নি। আরেক ম্যাচে হয়েছে মাত্র সাত ওভার।
এদিকে প্রথম দিনের মতো কক্সবাজারেও ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও বিঘন্নিত হয়েছে। অপর ম্যাচে সারা দিন অপেক্ষার পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর-খুলনা বিভাগের ম্যাচটি মাঠে গড়িয়েছে।
তবে বৃষ্টি ভেজা মাঠের কারণে রোববার সকালে খেলা শুরু হয়নি। শেষ পর্যন্ত বিকেলে শুরু হয় ম্যাচটি। চট্টগ্রামে খুলনার বিপক্ষে ব্যাট করতে নেমে সাত ওভারে এক উইকেট হারিয়ে ২৭ রান করেছে রংপুর।
এর আগে টস জিতে খুলনা ব্যাট করতে পাঠায় রংপুরকে। তবে শুরুতেই হোঁচট খায় দলটি। দলীয় ২১ রানে ওপেনার আরাফাত সানি জুনিয়র রাজ্জাকের শিকার হন। তিনি ৪ রান করেন। বাকি সময়টা কাটিয়ে দিয়ে দিনের খেলা শেষ করেছেন কল্যাণ শীষ বসু ও নবীন ইসলাম।
কল্যাণ শীষ বসু ১৮ ও নবীন ইসলাম ৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন। আর এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে এবার এনসিএলের প্রথম স্তরের শিরোপার ফয়সালা।
২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�