সাকিব শোনালেন স্ত্রীকে রেখে দেশে ফেরার গোপন রহস্য
স্পোর্টস ডেস্ক: জীবনের এক গুরুত্বপূর্ণ ও কঠিন সময় পার করছে সাকিবের পরিবার। চিকিৎসকের দেয়া তারিখ অনুযায়ী চলতি মাসের ২১ নভেম্বর তাদের পরিবারে আসবে নতুন অতিথি।
সন্তানসম্ভবা অসুস্থ স্তীর পাশে সাকিবের থাকাটা ছিল অনেকটা স্বাভাবিক। আর এ নিয়ে বিসিবি থেকেও কোন তাড়া ছিল না তার। বিসিবি আগে থেকেই ঘোষণা দিয়েছিল সাকিব ইচ্ছে করলে বিপদের মুর্হূতে শিশিরের পাশে থাকতে পারবে।
কিন্তু অসুস্থ স্ত্রীকে রেখে ৩১ অক্টোবর দেশের মাটিতে পা রাখেন সাকিব। কিন্তু কেন? সবার মুখে এমন প্রশ্ন শোনা গিয়েছিল। অনেকে ভেবে বসেছেন বিসিবির পক্ষ থেকে কোন চাপ আসেনি তো।
অবশেষে এসবের খোলাসা করেছেন সাকিব নিজেই। গতকাল অনুশীলন শেষে মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। জানালেন, যার পাশে থাকার জন্য ছুটি দরকার ছিল, সেই শিশিরের অনুরোধেই এই সিরিজ খেলতে এসেছেন তিনি।
“আমার স্ত্রীর সাহায্যটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। সে-ই আমাকে বলেছে, ‘তুমি যাও। যদি জরুরি কিছু হয়, তাহলে আবার চলে এসো।’ ওর কারণেই আসলে আসা হয়েছে দেশে।”
ছুটি নেয়ার সুযোগ থাকলেও সে ছুটি কাজে লাগায়নি সাকিব। শিশিরই তাকে অনুরোধ করে পাঠিয়ে দিয়েছেন দেশের হয়ে খেলতে।
“ছুটি নেওয়ার সুযোগ তো ছিলই। কিন্তু সে (শিশির) আমাকে বলেছে, ‘তুমি এখানে বসে টিভিতে খেলা দেখলে চেহারার যে অবস্থা হবে, সেটা আমার দেখতে ভালো লাগবে না। তার চেয়ে তুমি গিয়ে খেল’।”
খুব জরুরি কিছু না হলে তাই জিম্বাবুয়ে সিরিজ শেষ করে আবার যুক্তরাষ্ট্রে ফিরবেন সাকিব। জানালেন, স্ত্রী শিশির খুব ভালো ও সুস্থ আছেন। তাই খুব বেশি টেনশনের কিছু নেই তার।
তবে রোমাঞ্চ আছে। বাবা হওয়ার সময় যত ঘনিয়ে আসছে, ততই রোমাঞ্চে ডুবে যাচ্ছেন আরও বেশি করে। সঙ্গে যোগ হয়েছে আবার আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চ। সাকিব নিজেই জানালেন জোড়া রোমাঞ্চের কথা।
“খুবই রোমঞ্চিত আমি। এখন সিরিজ আছে, এটা নিয়ে রোমাঞ্চিত। আর ওটা (বাবা হওয়া) নিয়েও রোমাঞ্চিত। রোমাঞ্চের মাত্রা তাই একটু বেশি।”
২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�