সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৮:২২:০১

বাঘের দেশে জিম্বাবুয়ের প্রবেশ

বাঘের দেশে  জিম্বাবুয়ের প্রবেশ

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার অজুহাত দেখিয়ে অস্ট্রেলীয়দের বাংলাদেশ সফর বাতিলের পরিপ্রেক্ষিতে বিসিবির বিশেষ আমন্ত্রণে তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে এল্টন চিগুম্বুরার নেতৃত্বে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার বিকেল ৫টা আট মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। জানা যায় জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকা পৌঁছে সোমবার বিশ্রাম নিতে টিম হোটেলে থাকবে। ৩ ও ৪ নভেম্বর মিরপুরে অনুশীলন করবে সফরকারী জিম্বাবুয়ে দল। সিরিজ শুরুর আগে ৫ নভেম্বর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ৭, ৯ এবং ১১ নভেম্বর মিরপুরে তিনটি ওয়ানডের ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ নভেম্বর দেশে ফিরে যাবে তারা। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে স্কোয়াড : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জোঙ্গে, নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, তাউরাই মুজারাবানি, জন নিম্বু, তিনাসে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার এবং শন উইলিয়ামস বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি। ২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে