সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৮:৫৯:৫৬

ফুটবল মাঠে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচল ২৫ ব্যক্তি

ফুটবল মাঠে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচল ২৫ ব্যক্তি

লক্ষ্মীপুর: ফুটবল বিশ্বে ছোট খাটো দুর্ঘটনার ঘটনা অনেকেই হয়তো শুনেছেন। তবে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল মিশরের মাঠে, সেই দুর্ঘটনার কথাও হয়তো সবারই আছে। তবে ফুটবল বিশ্বে এর আগে ভবনের ছাদ ধসের ঘটনা কি কোথাও ঘটেছে। কেউ কি মনে করতে পারছেন। এমনই এক ঘটনা ঘটেছে লক্ষীপরের এক স্কুল মাঠের ফুটবল প্রতিযোগীতায়। লক্ষ্মীপুরে মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে ভবনের চাল ধসে পড়ে নারী-শিশুসহ আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে। এর মধ্যে দুই শিশু ও দুই নারীর অবস্থা আশঙ্কাজনক। সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসের হাট এলাকায় জনতা ডিগ্রি কলেজ মাঠে ওই দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পরও লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের উপস্থিতিতে কর্তৃপক্ষ খেলা চালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই। পুলিশ ও প্রত্যক্ষর্দশীরা জানায়, বিকেলে দাসেরহাট জনতা ডিগ্রি কলেজ মাঠে আবদুল মান্নান বিএসসি স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। মাঠের পূর্বপাশে কলেজের সাইড ওয়াল টিনসেট ভবনের চালায় বসে খেলা উপভোগ করছিল কয়েকজন যুবক। এ সময় হঠাৎ করেই সাইডওয়ালসহ টিনের চাল ধসে পড়ে। এতে নারী-শিশুসহ কমপক্ষে ২৫জন আহত হয়। আহতদের মধ্যে রয়েছে মনির হোসেন, নুরুন নাহার, সিফাত, মনোয়ারা বেগম, অপি, রিয়া মনি, আনোয়ারা বেগমসহ ২৫জন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়। তাদের মধ্যে শিশু অপি, রিয়া মনি, আনোয়ারা বেগম ও মনোয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২রা, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে