দেশে ফিরেই তেভেজের তেলেসমাতি
স্পোর্টস ডেস্ক: তার বিরুদ্ধে প্রায়ই অভিযোগ উঠে অনুশীলন চলাকালীন সময়ে ঠিকঠাক ভাবে কোচের কথা শুনছেন না তিনি। এমনকি খেলার মাঠে অযথায়ই রেগে যাওয়ার দৃশ্য দেখতে হয় ফুটবল বিশ্বকে। আর তাই তাকে সব সময়ই কোচের খারাপ দৃষ্টিতে থাকতে হয়। তার পরও খেলার মাঠে বার বার জ্বলে উঠে সবাইকে ভুলিয়ে দেন কিছুক্ষণ আগের সেই তিনিকে।
হ্যা বলছি আর্জেন্টিনার তারকা তেভেজের কথা। গত মৌসুমে দুর্দান্ত দাপটের সঙ্গে খেলে জুভেন্টাসকে ডাবল জয়ের স্বাদ দিয়েছিলেন। এ মৌসুমে দেশে ফিরেই প্রথম মৌসুমেই শিরোপা উদযাপন করলেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। টাইগ্রেকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে বোকা জুনিয়র্স।
রোববার রাতে বোমবোনেরায় ম্যাচের প্রথমার্ধে ফ্যাবিয়ান মোনজোনের একমাত্র গোলে জয় পায় বোকা জুনিয়র্স। বর্তমানে ৩১টি শিরোপা জিতে আর্জেন্টিনার সেরা তালিকায় দুই নাম্বারে আছে বোকা। তাদের সামনে শুধুমাত্র রিভার প্লেটই ৩৬টি শিরোপা জিতে শীর্ষে রয়েছে। সর্বশেষ ২০১১ সালে লিগ জিতেছিল বুয়েন্স অ্যাইরেসের দলটি।
ক্লাবটি বর্তমানে কোপা আর্জেন্টিনার ফাইনালের দিকে তাকিয়ে। সপ্তাহের মধ্যখানে রোসারিও সেন্ট্রালের বিপক্ষে জিততে পারলেই স্মরণীয় ডাবলস জয় হবে দলটির।
এক ম্যাচ হাতে রেখেই ৩১তম আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশন ট্রফি ঘরে তুলে নিল তারা।
২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর