সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ১০:১৪:০৮

ধোনি-গেইল একমত, ক্রিকেটে স্লেজিং কমিয়েছে আইপিএল

 ধোনি-গেইল একমত, ক্রিকেটে স্লেজিং কমিয়েছে আইপিএল

স্পোর্টস ডেস্ক: আইপিএলের কারণেই ক্রিকেটে স্লেজিং কমছে। সোমবার এমন কথাই বললেন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর যুক্তি আইপিএলে প্রচুর বিদেশি খেলোয়াড় রয়েছে। তাঁরা এক অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। ফলে যখন আন্তর্জাতিক মানের খেলা হয় তখন এই স্লেজিংয়ের বিষয়টি এড়ানো সম্ভব হয়। ক্রিকেট জেন্টলম্যান্স গেম। ক্রিকেটে এই পরিবেশটা যাতে নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। ক্রিকেট মাঠে হাসি ঠাট্টা চলেই, তবে সেটা যেন স্লেজিংয়ের পর্যায়ে না পৌঁছয় আইপিএল সেটা শিখিয়েছে। মঙ্গলবার দিল্লিতে একটি প্রোমোশনাল ইভেন্টে এ কথা বলেন ধোনি। শুধু তাই নয়, আইপিএলের দীর্ঘ যাত্রায় দেশি-বিদেশি খেলোয়াড়রা মিলেমিশে একাকার হয়ে যান। ড্রেসিং রুমের পরিবেশটাও হয় বৈচিত্র্যময়। ধোনির এই বক্তব্যকে সমর্থন করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল। তিনি অনেক দিন ধরেই আইপিএলের সঙ্গে যুক্ত। তিনিও আইপিএলের পরিবেশের সঙ্গে যথেষ্ট পরিচিত। তিনি বলেন, “এমএস যা বলেছে, সেটা একদম ঠিক। আইপিএলে স্লেজিং হয় ঠিকই, তবে সেটা বন্ধুত্বপূর্ণ।” মজা করে তিনি আরও বলেন, “আমি তো পোলার্ডের সঙ্গে এ রকম স্লেজিং করতে বেশ আনন্দ পাই।” বিশ্ব ক্রিকেটে একটা বহুল প্রচলিত কথা আছে, স্লেজিংয়ের ক্ষেত্রে অস্ট্রেলীয়রা সেরা। স্লেজিংটাই তাঁদের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। মাঠে অনেক সময় দেখা গিয়েছে বোলার ব্যাটসম্যানকে এমন কিছু বলল, তাতে তিনি রেগে গিয়ে পাল্টা আক্রমণ করেছেন। বিষয়গুলি ম্যাচ রেফারি পর্যন্তও গিয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে জরিমানাও। কিন্তু আইপিএল যে স্লেজিং বন্ধের পথ দেখাচ্ছে, সেটা স্পষ্ট করলেন ধোনি। সূত্র : আনন্দবাজার ২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে