শিবসেনাদের হাত থেকে বাঁচতে হোটেলেই স্পিনার ইমরান তাহির
স্পোর্টস ডেস্ক : শিবসেনাদের হামলার হাত থেকে বাঁচতে সারাদিন হোটেল বন্দী হয়ে কাটালেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। পাকিস্তান জাত দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মুম্বাইয়ের হাজি আলি দরগা যেতে চেয়েছিলেন। মুম্বাইয়ের আরও কয়েকটি দর্শনীয় স্থানও ঘুরে দেখতে চেয়েছিলেন তাহির।
শপিং মলে গিয়ে কিছু কেনাকাটার ইচ্ছাও ছিল তার। কিন্তু সম্প্রতি ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে বৈঠক বন্ধের দাবিতে মুম্বাইয়ে বিসিসিআইয়ের অফিসে গিয়ে বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহরের ওপর হামলা করেন শিবসেনার সমর্থকরা। এর জেরেই তাহিরকে হোটেল থেকে বেরোতে নিষেধ করা হয়েছিল। যদিও দক্ষিণ আফ্রিকা দল একথা স্বীকার করেনি।
এদিকে, ভারত-পাক ক্রিকেট সিরিজ ফের শুরু করার জন্য এবার সওয়াল করলেন কিংবদন্তী ওপেনার সুনীল গাভাস্কার। তিনি বলেন দুদেশের ক্রিকেট বোর্ডেরই এব্যাপারে এগিয়ে আসা উচিত। ইতিমধ্যেই শিবসেনার হামলার জেরে দুই ক্রিকেট বোর্ডের বৈঠকও ভেস্তে গেছে। এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র ক্রিকেটের স্বার্থেই বিসিসিআই ও পিসিবিকে এগিয়ে আসার আবেদন করেছেন গাভাস্কার। সানি বলেন সরকারকে বাধ্য করার ক্ষমতা কোনও খেলারই নেই। রাজনৈতিক জগতের লোক না হয়েও তিনি মনে করেন সমস্যা মেটাতে গেলে দ্বিপাক্ষিক বৈঠক ভীষণ জরুরী।
৩ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস
�