এবার ভারতীয় কোম্পানিতে কাজ করবেন মেসি
স্পোর্টস ডেস্ক : ভারতের টাটা মোটরসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন চারবারের ব্যালেন ডি’অর জয়ী খেলোয়াড় লিওনেল মেসি৷ আর্জেন্তাইন অধিনায়ক ও বার্সেলোনা সুপারস্টারের সঙ্গে আপাতত দু’বছরের চুক্তি করেছে তাঁরা৷ যদিও পরে তা বাড়ানোও হতে পারে৷
যুব সমাজের কথা মাথায় রেখেই যে মেসিকে বাছা হয়েছে তা জানান টাটা মোটরসের ভেহিকেল ইউনিটের সভাপতি মায়াঙ্ক পারেখ৷ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন,‘আমরা যুব সমাজকে আকৃষ্ট করতে চাই৷ সেক্ষেত্রে দেখা গেছে ফুটবল এবং মেসিই যুব সমাজের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য৷’
অন্যদিকে ভারতে তাঁর প্রথম বিজ্ঞাপনী চুক্তি নিয়ে মেসি জানিয়েছেন, ‘প্রথম কোনও ভারতীয় কোম্পানীর সঙ্গে চুক্তি করার পর আমি খুবই উচ্ছ্বসিত৷ টাটা মোটরস পরিবারের অংশ হতে পেরেও ভালো লাগছে৷ ভারত সম্পর্কে আমার বরাবরের আগ্রহ এবং এই দেশের বৈচিত্র সম্পর্কেও অনেক কথা শুনেছি৷
সেপ্টেম্বরে বার্সেলোনার হয়ে মালাগার বিরুদ্ধে খেলায় লিগামেন্ট ও হাঁটুর চোটের কবলে পড়েন মেসি৷ তার জন্য বর্তমানে প্রায় দু’মাস মাঠের বাইরে রয়েছেন আর্জেন্তিনার অধিনায়ক৷-কলকাতা
৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�