মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ১২:০৬:৫৯

অঘটনের দিনেও জ্বলে উঠেছেন সেই শাহরিয়ার নাফিস

 অঘটনের দিনেও জ্বলে উঠেছেন সেই শাহরিয়ার নাফিস

স্পোর্টস ডেস্ক : জাতীয় লিগে নিজেদের অঘটনের দিনেও উজ্জ্বল শাহরিয়ার নাফিস। চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগের সাথে টেক্কাটা ভালোই দিচ্ছে। নিজেদের প্রথম ইনিংসে মোটামুটি জবাব দিয়েছে চট্টগ্রাম। মুমিনুল হক একাই চট্টগ্রাম বিভাগকে এগিয়ে নেন। লড়াইয়ের মত সংগ্রহ মূলত আসে মুমিনুলের মাধ্যমেই। মুমিনুল একাই করেন ২৩৯ রান। প্রথম ইনিংসে বরিশাল বিভাগের ৪৮৯ রানের বিপরীতে চট্টগ্রাম বিভাগ ৪২৫ রানের সংগ্রহ পায়। চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন নাফিস ইকবাল। তিনি করেন ৫৬ রান। উল্লেখ করার মত রান পান মূলত এই দুই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসের শুরুতে বল হাতে জ্বলে ওঠে চট্টগ্রাম বিভাগ। মাত্র ৯ রানে দুটি উইকেট হারায় বরিশাল বিভাগ। ব্যাটিং সেসনে বরিশাল বিভাগের অঘটনের দিনেও উজ্জ্বল শাহরিয়ার নাফিস। জাতীয় লিগে ধারাবাহিক ভালো পারফর্ম করে বড় তারকা হয়ে উঠছেন তিনি। ৩ উইকেট হারিয়ে বরিশাল বিভাগের রান যখন ৬৯ তখন ৩৬ রানে অপরাজিত শাহরিয়ার নাফিস। প্রথম ইনিংসে ১৬৮ রান করেছিলেন তিনি। জাতীয় দলের ওয়ানডে ক্রিকেটে তার বেশ কয়েকটি ইনিংস রয়েছে যখন শুরুতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত খেলেন। সেই শাহরিয়ার নিজেকে মেলে ধরতে চেষ্টা করছেন জাতীয় লিগে। ৩ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে