‘আইসিসি শুধু পাকিস্তানিদের মাঝে অবৈধ বোলিং অ্যাকশন খুঁজে পায়’
স্পোর্টস ডেস্ক: ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আইসিসির বন্ধু সুলভ আচরণের কথা সবাই জানে। তারা (আইসিসি) শুধু পাকিস্তানি বোলারদের মাঝে অবৈধ বোলিং অ্যাকশন খুঁজে পায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানি স্পিনার সাইদ আজমল।
সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কর্মকর্তাদের দুষে এই মন্তব্য করেন তিনি।
সাক্ষাতকালে তিনি ভারতীয় অফ স্পিনার হরভজন সিংয়ের বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন তুলেন। বলেন, “হরভজন ‘চাকিং’ বোলিং করত।আর অবশ্যই হরভজনের বোলিং অ্যাকশন অবশ্যই আইসিসি’র নিয়ম অনুযায়ী ১৫ ডিগ্রির নিজে ছিল না।”
প্রসঙ্গত, পাকিস্তানের জনপ্রিয় স্পিনার আজমল গত বছরের সেপ্টেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আর্ন্তজাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা হয়েছিলেন। পরে বোলিং শুধরে ফিরে আসলেও জাতীয় দলে হয়ে গেছেন অনিয়মিত। তবে তিনি ভালো করে আবারো দলে জায়গা করে নিতে চান।
৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর