মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৪:৩৫:০৬

বাংলাদেশে আসছে আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দল

বাংলাদেশে আসছে আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দল

স্পোর্টস ডেস্ক: সফরে অজি ক্রিকেটারদের ওপর হামলা হতে পারে এমন ঠুনকো অজুহাতের উপর ভিত্তি করে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এর পর একই কাজটি করে দেখালেন দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। এবার শঙ্কা জেগেছে আগামী বছরের শুরুতে অনুষ্ঠত্ব অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়েও। পরবর্তীতে আইসিসির সভায় চূড়ান্ত আলোচনার পরে সিদ্ধান্ত হয় বাংলাদেশেই অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তবে তার আগে বুধবার আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, বুধবার নিরাপত্তা পরিদর্শক দলটি বাংলাদেশে এসে পৌঁছাবে। মূলত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশে নিশ্চিত হলেও নিরাপত্তা পরিদর্শক দল পাঠিয়ে আইসিসি আরও ভালভাবে নিরাপত্তার বিষয়টি দেখতে চায়। তবে দলে কতজন সদস্য আসছেন সে বিষয়ে তেমন কোন কিছুই জানা যায়নি। ৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে