স্পট ফিক্সিংয়ের দায়ে আইপিএলের সিইওকে বরখাস্ত
স্পোর্টস ডেস্ক : ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের আসর আইপিএলের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে। ক্রিকেটারদের সাথে আইপিএলের সিইও অভিযুক্ত হয়েছে কেলেঙ্কারিতে।
তাকে দায়িত্ব থেকে সরানোর জন্য দাবি আসে অনেক আগে থেকেই। আইপিএল আসরে স্পট ফিক্সিংয়ের তদন্ত রিপোর্টে সিইও সুন্দর রমনের নাম রয়েছে।
এখন তাকে এই পদে রাখাটা অসাংবিধানিক। আদিত্য প্রতাপ বর্মাদের দাবিই অবশেষে মানতে বাধ্য হলো বিসিসিআইসি। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ইস্তফা দিয়েছেন রমন৷
জানা যায়, অপমানিত হওয়ার আগেই পদ থেকে ইস্তফা দেন রমন। তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে তার দুর্নীতির নানা তথ্যও। তাকে জিজ্ঞাসাবাদ করবে লোদা কমিটি।
৩ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর