বানরের হামলায় ম্যাচ পণ্ড
স্পোর্টস ডেস্ক: মাঠে দু’পক্ষের খেলোয়াড়দের মাঝে হাতাহাতি, হয়তোবা দর্শকদের উস্কানির কারণে প্রায়ই ম্যাচ পরিত্যাক্ত হতে দেখা গেছে। কিন্তু গতকাল (সোমবার) ভরতের কলকাতায়া প্রিমিয়ার ‘বি’ লিগের ম্যাচটি পন্ড হয়েছে বানরদের হামলার কারণে। তবে বানরের কারণে ম্যাচ পণ্ড হওয়ার ঘটনা হয়তো এবারই প্রথম।
সোমবারের ম্যাচটিতে ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হয়েছিল রেলওয়ে এফসি। যে না ম্যাচটি শুরু হবে ঠিক তার আগ মুহূর্তে চারটি বানর হাজির হয় মাঠে। এসেই তাড়া শুরু করে মাঠে উপস্থিত থাকা ফুটবলারদের। তাদের এই হামলা থেকে রক্ষা পায়নি ম্যাচের রেফারি ও লাইন্সম্যানরাও।
পরিস্থিতি খারাপ দেখে টুর্নামেন্টের আয়োজকরা বানরকে মাঠ থেকে তাড়াতে মাঠে নামেন। বিভিন্ন প্রকার খাবার খাইয়ে বানরদের শান্ত করে মাঠ থেকে তাড়িয়েও দেন।
কিন্তু খেলা শুরু হওয়ার মিনিট দু’য়েকের মাথায় আবারো হামলা চালায় বানর মশাইয়রা। এবার বানরকে তাড়াতে গিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয় ম্যাচের কর্মকর্তাদের। আগুন জ্বালিয়ে, ভয় দেখিয়ে বানর তাড়িয়ে এরপরই দ্বিতীয়বার ম্যাচ শুরু হয়।
তারপর খেলা ঠিকঠাকই চলছিল। বানরের তাড়া খাওয়া ফুটবলাররাও মাঠে দারুণ পারর্ফম করেন। ১০ মিনিটের মধ্যে দু’দল একটি করে গোল দেয়। তবে ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় ম্যাচের ২৩ মিনিটে আবারো হাল না ছাড়া বানরের দল হাজির।
এর পর আবার মাঠে নামেন তারা।নেমেই পুরো মাঠকে করে ফেলে রণক্ষেত্র। শেষ পর্যন্ত তারা যুদ্ধ বাধিয়ে দেন মাঠে উপস্থিত থাকা খেলোয়াড় ও রেফারিদের মাঝে। আর তাই ম্যাচটি পরিত্যাক্ত করতে বাধ্য হন রেফারি। একদিন পিছিয়ে ম্যাচটি মঙ্গলবার (০৩ নভেম্বর) নেওয়া হয় কল্যাণীতে।
৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর