বিসিবির সেই ঘোষণায় বাংলাদেশ ক্রিকেটে এখন বাড়তি উত্তেজনা
স্পোর্টস ডেস্ক: নিরাপত্তায় ব্যাঘাত ঘটতে পারে এমন অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের বাংলাদেশ সফরে পাঠায়নি । তাতে বাংলাদেশ ক্রিকেটে বেশ লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছিল। সেটা পুষিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ে ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায়। বিসিবির ডাকে সাড়া দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন বাংলাদেশে অবস্থান করছে। আগে থেকেই ঘোষিত আর বাদ বাকি টেস্ট সিরিজ খেলবে জানুয়ারীতে।
তবে এবার আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজের পাশাপাশি ২টি টি-টোয়েন্টি ম্যাচও যোগ করার পরিকল্পনা করছে বিসিবি। মূলত ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিলে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এমন কথা ভাবছে বিসিবি।
এ সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, জানুয়ারিতে জিম্বাবুয়ের সাথে আমরা শুধুই টেস্ট খেলব না। কিছু টি-টোয়েন্টিও খেলব। ওরাও(জিম্বাবুয়ে) ওদের আগ্রহেই খেলবে।
৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর