মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৭:৫০:৩০

ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ চান শচীন টেন্ডুলকার

ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ চান শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান সিরিজ নিযে ধোঁয়াশা যেন কাটছেই না। সিরিজের সম্ভবনা এক পা আগায় তো দু’পা পেছায়। বলতে গেলে যাচ্ছেতাই অবস্থা। দুই দেশের সিরিজ নিয়ে সম্প্রতি মুম্বাইয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসার কথা থাকলেও উগ্রবাদী হিন্দু শিবসেনাদের আক্রমণের মুখে পন্ড হয়ে যায় তা। তবে ভারত-পাক সিরিজ প্রসঙ্গে এবার মুখ খুললেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। 'অলস্টার ক্রিকেট টুর্নামেন্ট' খেলতে শচীন এখন নিউ ইয়র্কে। সেখানে এ প্রসঙ্গে তিনি বলেন, ' আমি মনে করি ভারত-পাকিস্তান সম্পর্কের আরো উন্নতি হওয়া জুরুরি। যদি দু'দেশের সরকার মনে করে, তার জন্য ক্রিকেট সিরিজ করা আদর্শ পথ। তবে আমি মনে করি, কোনও কারণ নেই আমাদের না খেলার।' 'কিন্তু তারা (দু'দেশের সরকার) যদি মনে করেন, এখন একেবারেই সঠিক সময় নয়, তবে আমাদের তা মেনে নিতেই হবে', যোগ করেন ভারতের এই ক্রিকেট জিনিয়াস। বলা তো যায় না। হয়তোবা ভারতের এই কিংবদন্তির কথায় কোন দিকে মোড় নেয় ভারত-পাকিস্তান সিরিজের। সূত্র: ওয়ান ইন্ডিয়া, ৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে