অনুশীলনে ব্যস্ত সৌম্য, জিম্বাবুয়ের বিপক্ষে জ্বলে উঠতে পারবেন তো?
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরে দু’দিনের জন্যে গ্রামের বাড়ি সাতক্ষীরায় গিয়েছিলেন সৌম্য সরকার। সেখান থেকে ঢাকায় ফিরে মঙ্গলবার দলের সঙ্গে প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে মোহাম্মদ উল্লাহ-মুশফিকরা মাঠে ওয়ার্মআপ পর্ব শেষ করেই মূল অনুশীলন শুরু করেছেন। তাদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন সৌম্য সরকারও। লক্ষ্য একটাই অতীত তিক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ সিরিজে ভালো কিছু করা।
প্রসঙ্গত, গত দশ ম্যাচে সৌম্য তার নামের সুবিচার করতে পারেনি। সেঞ্চুরিতো দূরে থাক, নেই একটি হাফ সেঞ্চুরিও। ভারত সফরে গিয়েও ব্যার্থতার পরিচয় দিয়েছেন তিনি। সফরে ৩টি একদিনের ম্যাচে রান মোটে ৩৪। দুটি তিন দিনের ম্যাচেও মোট করেছেন ৬২ রান। এর মধ্যে দুই ইনিংসে ফিরেছেন শূন্য রানে। এর পর যদি বলি দক্ষিণ আফ্রিকা সফরের কথা। সেখানে ফ্লপ। তিনটি একদিনের ম্যাচে তার রান সংখ্যা ৪৯। একটি তিন দিনের ম্যাচে দুই ইনিংসে করেছেন ৫০। যা সৌম্যর সঙ্গে বেমানান। তবে ব্যর্থতা কাটিয়ে উঠতে একমাত্র পথ কঠোর অনুশীলনকেই বেছে নিয়েছেন সৌম্য। যার প্রমাণ মঙ্গলবার নেটে দেখা গেছে।
বাংলাদেশি ক্রীড়ামোদীদের একটাই প্রশ্ন জিম্বাবুয়ে সিরিজে সৌম্য সরকার জ্বলে উঠেতে পারবে তো?
৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর