সবাইকে হতবাক করে টেস্টকে গুডবাই জানালেন শোয়েব মালিক
স্পোর্টস ডেস্ক: দু’বছর পর ওয়ানডে দলে ডাক পেয়ে জিম্বাবুযের বিপক্ষে ব্যাটে-বলে নিজেকে চেনাতে সক্ষম হোন শোযেব মালিক। এর পর শারজায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্ততি নেয় পাকিস্তান। সিরিজে স্কোয়াডে নাম না থাকা সত্ত্বেও জিম্বাবুয়ের বিপক্ষে নৈপুণ্যের সুবাধে র্দীঘ পাঁচ বছর পর টেস্ট স্কোয়াডে জায়গা মালিকের । আর মাঠে নেমেই যেন পাঁচ বছর না খেলতে পারার সব রাগ ঝাড়লেন ইংল্যান্ডের বিপক্ষে। তার ব্যাট-বলের কঠিন তেলেসমাতিতে নিশ্চিত হতবাক হচ্ছে ক্রিকেট বিশ্ব ।
সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ক্যারিয়ার সেরা ২৪৫ রানের ইনিংস খেলেন মালিক। এরপর চার ইনিংসে তিনি ০, ২, ৭ ও ৩৮ রান করেছেন। তবে আজ ইংল্যান্ডের বিপক্ষে তিনি ক্যারিয়ারে সেরা ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন। আর এমন নাটকীয় প্রত্যাবর্তন ও দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায় টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন মালিক।কিন্তু তার এ ঘোষণা বিস্মিত সবাই।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে অবিষেকের পর শোয়েব মালিক এ পর্যন্ত ৩৪ টেস্টে ৩ সেঞ্চুরি ও ৮ ফিফটিকে ১৮৬০ রান এবং ২৫ উইকেট নিয়েছেন।
৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর