শূন্য রানেই টেস্ট থেকে মালিকের চিরবিদায়
স্পোর্টস ডেস্ক: র্দীঘ পাঁচ বছর পরে টেস্ট স্কোয়াডে ফিরেই চমক দেখালেন শোয়েব মালিক।শারজায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তার ক্যারিয়ারের সেরা ২৪৫ রানের রেকর্ডটি চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। সবাই বলতে শুরু করেছিল সত্যিই ‘ওল্ড ইজ গোল্ড’। কিন্তু সবাইকে হতবাক করে শেষ পর্যন্ত টেস্টকে না করে দিলেন পাকিস্তানি এই অলরাউন্ডার । তবে জীবনের শেষ টেস্টে শোয়েব করলেন শূন্য রান। আর এটাই হয়তো আজীবন দুঃখ থেকে যাবে মালিকের।
শারজায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তান দলের এই অল রাউন্ডার জানিয়ে দিলেন, এটাই শেষ টেস্ট। এর পর তিনি আর পাঁচদিনের ম্যাচে খেলবেন না।
তিনি আরো যোগ করেন, ‘এটাই টেস্ট থেকে অবসরের সেরা সময়। এখন আমি ২০১৯ বিশ্বকাপে মনোযোগ দিতে চাই।'
চার ইনিংসে তিনি ০, ২, ৭ ও ৩৮ রান করেছেন। তবে আজ ইংল্যান্ডের বিপক্ষে তিনি ক্যারিয়ারে সেরা ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন। আর এমন নাটকীয় প্রত্যাবর্তন ও দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায় টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন মালিক। কিন্তু তার এ ঘোষণা বিস্মিত ক্রিকেট বিশ্ব।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে অবিষেকের পর শোয়েব মালিক এ পর্যন্ত ৩৪ টেস্টে ৩ সেঞ্চুরি ও ৮ ফিফটিসহ ১৮৬০ রান এবং ২৫ উইকেট নিয়েছেন।