বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০৬:০৭:০১

‘হরভজন-অশ্বিনের দোষ নেই, সব দোষ পাকিস্তানী বোলারদের’

‘হরভজন-অশ্বিনের দোষ নেই, সব দোষ পাকিস্তানী বোলারদের’

স্পোর্টস ডেস্ক : হিংসা? রাগ? ক্ষোভ নাকি হতাশা? হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে দিলেন সৈয়দ আজমল৷ পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নতুন এই বিতর্কের জন্ম দিয়েছেন আজমল৷ ঘটনাটা ঠিক কী? ‘দুনিয়া নিউজ’ নামে একটি চ্যানেলে সম্প্রতি সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন আজমল৷ যা এখনও টিভিতে সম্প্রচারিত হয়নি৷ কিন্তু আজমলের মন্তব্য ঘিরে জলঘোলা শুরু হয়ে গিয়েছে৷ আইসিসি-র সমালোচনা করতে গিয়ে আজমল সেখানে নাকি বলেছেন, আইসিসি-র উচিত এই মুহূর্তে হরভজনের বোলিং অ্যাকশন পরীক্ষা করা৷ বল করার সময় ওর হাত ১৫ ডিগ্রির বেশি ভাঙে৷ অশ্বিনও মাঝে মাঝে নিয়ম ভাঙে৷ কিন্তু হরভজনের ব্যাপারটা জলের মতো পরিষ্কার৷ বিশ্ব নিয়ামক সংস্থার উচিত ওদের ওপর নজর রাখা৷ দুঃখের বিষয়, ওরা চোখ বন্ধ করে আছে৷ আইসিসি-র সমালোচনা করতে গিয়ে আজমল আরও বলেন, ‘পাক বোলারদের নিয়েই ওদের যত সমস্যা৷ বিলাল আসিফ যখন জিম্বাবোয়ের বিরুদ্ধে উইকেট পাচ্ছিল না, কোনও প্রশ্ন ওঠেনি৷ যেই ও পাঁচ উইকেট নিল, শুনলাম ওর বোলিং অ্যাকশন সন্দেহজনক।’ ৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে