এই প্রযুক্তিতে ক্রিকেট লাভবান হবে : অশ্বিন
স্পোর্টস ডেস্ক : ডিসিশন রিভিউ সিস্টেম (ডি আর এস) নিয়ে ভারতীয় বোর্ড যেভাবে তুমুল বিরোধিতা করে আসছে, রবিচন্দ্রন অশ্বিন কিন্তু মোটেও সেই রাস্তায় হাঁটছেন না। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি ডি আর এস নিয়ে মতামত দিলেন। অশ্বিনের মতে, ডিআরএস মোটেও অছুৎ কোনও বিষয় নয়। সঠিক পদ্ধতিতে ব্যবহার করা হলে এই প্রযুক্তিতে ক্রিকেট লাভবান হবে বলেই মত তার।
যদিও ডি আর এসের ব্যবহার নিয়ে বোর্ডের সিদ্ধান্তই যে চূড়ান্ত, তা পরিষ্কার করে দিয়েছেন এই অফস্পিনার। ডিআরএস যে একশো শতাংশ নির্ভুল নয়, সে–কথা স্বীকার করে নিয়েছেন অশ্বিন। তার যুক্তি, ‘আমার ব্যক্তিগত মতামত, হয় পুরো বিষয়টা প্রযুক্তির ওপর নির্ভরশীল হোক, তা না হলে পুরোটাই আম্পায়ারের হাতে থাকুক। এলবিডব্লুর ক্ষেত্রে আম্পায়ার যদি নট আউটের সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রে সেটা নটআউট হওয়ার সম্ভাবনাই বেশি। তার চেয়েও গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা কোনও রকেট সাইনটিস্ট নয়, এটা মাথায় রাখতে হবে। মিডঅফে ফিল্ডিং করা অধিনায়কের পক্ষে আম্পায়ারের সিদ্ধান্ত ঠিক না ভুল সেটা ১৫ সেকেন্ডের মধ্যে বুঝে নেওয়া কখনই সম্ভব নয়। ফলে এই নিয়ম আম্পায়ারদের রক্ষা করার জন্য, নাকি ক্রিকেটারদের, তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। আমার ব্যক্তিগত মতামত, ক্রিকেটকে উন্নত করতে চাইলে প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভর করো, না হলে কোরো না।’
বিশেষ করে এলবিডব্লুর ক্ষেত্রে যেভাবে ডি আর এসের সাহায্যে অনুমান করে সিদ্ধান্ত নেওয়া হয়, তাতেও আপত্তি রয়েছে অশ্বিনের। তিনি বলেন, ‘বল কোথায় পড়ে কোন দিকে যেতে পারে সেটা নিয়ে অনুমান না করে, বল আদতে প্যাডে লেগেছে না ব্যাটে লেগেছে সেটা দেখা উচিত। আমার মনে হয়, সেটা অনেক নির্ভুল হবে।’ ভারতীয় বোর্ড ভবিষ্যতে হয়ত ডিআরএস নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসবে বলেও আশা করছেন অশ্বিন।
৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস