বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০৮:৪৩:২৫

হঠাৎ কেন টেস্টকে বিদায় জানালেন শোয়েব?

হঠাৎ কেন টেস্টকে বিদায় জানালেন শোয়েব?

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর দলে ফিরে ব্যাটে ঝলক দেখাচ্ছিলেন শোয়েব মালিক। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল শতক। বল হাতেও সাফল্য আসছিল। কিন্তু, ক্যারিয়ারের এমন চূড়ায় থেকেই তিনি শারজাহ টেস্টকে জীবনের শেষ টেস্ট বলে দিলেন। মঙ্গলবার শারজাতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে শূন্য রানে আউট হন শোয়েব মালিক। এরপরই তিনি চলতি টেস্ট পরে অবসরে যাবেন বলে ঘোষণা দেন। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের এটাই শেষ টেস্ট। অবশ্য খেলবেন সংক্ষিপ্ত সংস্করণে। পরিবারকে সময় আর তরুণদের সুযোগ দিতেই ​এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন। সবচেয়ে বড় লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ খেলা। প্রথম ইনিংসে শোয়েব মালিক করেছিলেন ৩৮ রান। আর এই ইংলিশদের বিপক্ষেই দীর্ঘ পাঁচ বছর পর ফিরে প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল শতক (২৪৫) করেন এই ডান হাতি অলরাউন্ডার। আবেগাপ্লুত শোয়েব মালিক বলেন, ‘এখনই অবসরে যাওয়ার সঠিক সময়।’ তার এই ঘোষণার ফলে পাঁচ বছর পর দলে ফিরে মাত্র তিন টেস্ট খেলেই বিদায় নিলে ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জার পাকিস্তানি স্বামী শোয়েব মালিক। ২০১০ সালে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর চলতি ইংল্যান্ড সিরিজে আজহার আলীর ইনজুরিতে দলে জায়গা পান তিনি। কামব্যাক ইনিংসে শোয়েব মালিক করেন ক্যারিয়ার সেরা ২৪৫ রান। তবে পরের চার ইনিংসে তিনি দুটি ডাক মারেন, যার একটি আজই এবং গোল্ডেন ডাক। জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হন। যদিও বল হাতে ঠিকই নিজের ঘূর্ণিজাত চেনাচ্ছিলেন শোয়েব মালিক। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯.৫ ওভার বল করে ৩৩ রানে তুলে নেন ক্যারিয়ার সেরা ৪ উইকেট। তারপরও শোয়েবের টেস্টকে বিদায় বলা বেশ রহস্যজনকই! ৩৫ টেস্টের ক্যারিয়ারে ৩৫.১৪ গড়ে ১৮৯৮ রান করেছেন। আছে ২৯ উইকেটও। অবশ্য উইকেট বা​ড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। প্রথম ইনিংসে তার বোলিংয়েই পাকিস্তান ইংল্যান্ডকে ৩০৬ রানে আটকে রাখে। মোহাম্মদ হাফিজের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ৭২ রানের ঘাটতি পুষিয়ে এরই মধ্যে এরই মধ্যে ৭৪ রানের লিড নিয়েছে পাকিস্তান। ৩ উইকেটে ১৪৬ রানে দিন শেষ করা স্বাগতিকেরা ইংল্যান্ডের সামনে বড় লক্ষ্য ছুড়ে ​দিতেই পারে। এরপর মালিক আরো একবার বল হাতে জাদু দেখিয়ে নায়কের বেশেই বিদায় নেওয়ার সুযোগ পাচ্ছেন। ৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে