বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ১০:৩৯:০১

‘আল্লাহর রহমতে সব ঠিক থাকলে বাবা হিসেবে এক নম্বরে দেখতে চাই’

‘আল্লাহর রহমতে সব ঠিক থাকলে বাবা হিসেবে এক নম্বরে দেখতে চাই’

স্পোর্টস ডেস্ক : ডাক্তারের দেয়া সিডিউল অনুযায়ী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব-শিশির পরিবারে আসবে নতুন অতিথি। কিন্তু দেশের টানে, জাতীয় দলে নিজের অবস্থানটা বিবেচনা করে জিম্বাবুয়ে বিপক্ষে হোম সিরিজ খেলতে দেশে ফিরে আসেন সাকিব। অনেকে হয়তো ভাবতে পারেন। কেমন স্বামী তিনি। স্ত্রীর বিপদে পাশে থাকছেন না সাকিব। আর এ নিয়ে সাকিব জানিয়েছিলেন শিশিরের বিশেষ অনুরোধেই দেশে ফিরে আসেন দেশ সেরা এই অলরাউন্ডার। এসব বিষয় নিয়ে দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘নবাগত বাচ্চার জন্য যা যা দরকার, মোটামুটি সবই কেনা হয়ে গেছে। তবে এখনো ঠিক সেই অনুভূতিটা হচ্ছে না। একটা ব্যাপারেই শুধু অবাক লাগে যে আমি বাবা হচ্ছি, কয়েক দিন পর একজন আমাকে বাবা বলে ডাকবে!’ আর কিছুদিন পরেই তিনি নিজেই বাবা হবেন, স্বাভাবিকভাবেই এ সময় নিজের জীবনে বাবার অবদানের কথা মনে করছেন সাকিব, ‘আমি বিকেএসপিতে ভর্তিই হতে পারতাম না যদি বাবা না চাইতেন। উনি যা বেতন পেতেন তার সিংহভাগই খরচ হতো আমার পেছনে। সেই স্যাক্রিফাইসটা তিনি আমার জন্য করেছেন।’ যদিও একটা সময়ে সাকিবের বাবা চেয়েছিলেন নিজের মতই ছেলেকেও ফুটবলার বানাতে। কিন্তু শেষ পর্যন্ত ছেলের ইচ্ছে পূরণেই নিজের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন মাশরুর রেজা। আইপিএলের কল্যাণে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে বেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে সাকিবের। আর সেই সুপারস্টার শাহরুখের মাঝেও আলাদা করে তার নজর কেড়েছে ‘বাবা’ শাহরুখ। সেরা বাবা প্রসঙ্গে তাই আরো বললেন, ‘শাহরুখ খানের মধ্যে আমি অসাধারণ এক বাবাকে দেখেছি। ওনার সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে। কিন্তু বাচ্চাকাচ্চার ব্যাপারে তিনি অন্য রকম একজন মানুষ। সাক্ষাৎকারেও ওনাকে বলতে শুনেছি যে আর কিছুতে হোক বা না হোক, বিশ্বের সেরা বাবা হতে চান।’ এই মুহূর্তে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিয়ে এক নম্বর জায়গাটা সাকিবের দখলে। আর বাবা হিসেবেও নিজেকে বিশ্বসেরাই দেখতে চান সাকিব, ‘আল্লাহর রহমতে যদি সব কিছু ঠিকঠাক হয়, তাহলে বাবা হিসেবে নিজেকে এক নম্বরে দেখতে চাই। দোয়া করবেন। সূত্র : কালের কন্ঠ ৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে