বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ১১:১৮:১৩

যে কারণে বাংলাদেশে পা রেখেই মাথা নত করলেন সেই হোয়াটমোর

যে কারণে বাংলাদেশে পা রেখেই মাথা নত করলেন সেই হোয়াটমোর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এক সময় টানা ৪৭ টি ম্যাচে হেরে যায়। দেশের ক্রিকেটের দৈন্য-দশা মেটানোর জন্য নিয়ে আসা হয় ডেভ হোয়াটমোরকে। ক্রিকেটের ওই মুহূর্তের সময় প্রতিপক্ষ হিসাবে জিম্বাবুয়েকে পায় বাংলাদেশ। হোয়াটমোর জ্বালিয়ে প্রস্তুত করেছিলেন টাইগারবাহিনীকে। ২০০৪ সালে অসাধারণ এক কাব্য রচনা করে বাংলাদেশ। আনন্দে আত্মহারা হন হোয়াটমোর। সেই হোয়াটমোরের জন্য এখন বাংলাদেশের আবেগ কম নয়। ২০০৭ সালে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিয়ে চমক দেখায়। শচীন-গাঙ্গুলি-শেহবাগ-যুবরাজ-ধোনির ভারতকে সে সময় ৫ উইকেটে হারায় বাংলাদেশ। সাকিব-মুশফিকের সেদিনের ক্রিকেট হয়তো এখন নাড়া দিবে ভক্তদের। এর কারিগড় ছিলেন এই হোয়াটমোর। তিনি এবার বাংলাদেশে এসেছেন অন্য এক দেশ তথা জিম্বাবুয়ের কোচ হয়ে। নিজের হাতে গড়া ক্রিকেটারদের বিপক্ষে এখন জিম্বাবুয়ের সাফল্য চাইবেন তিনি! তবে নিজের আগের শিষ্যদের (টাইগারদের) পারফর্মে মুগ্ধ হয়ে শুরুতেই শির নত করলেন তিনি। যেন জিম্বাবুয়ে নয় সাবেক গুরুর বিপক্ষেই লড়াইয়ে নামার অপেক্ষায় বাংলাদেশ। তবে হোয়াটমোর বলেছেন, একদিন বাংলাদেশ জিম্বাবুয়ের মত ছিল। এই সিরিজে বাংলাদেশ সাফল্য পেলেও চিগাম্বুরারা প্রতিরোধ গড়ে তোলার মত ক্রিকেটার বলে মনে করেন এই কোচ। ম্যাচটি এক তরফা হয়, না কোচের কথা সত্যি হয়, মাঠের লড়াইয়ে বোঝা যাবে সেটা। ৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে