এবার আইসিসির স্বিদ্ধান্তে বেঁকে বসলেন শচীন
স্পোর্টস ডেস্ক: মাত্র দশ দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে ২০১৯ বিশ্বকাপ। ঠিক এমন অদ্ভুত সিদ্বান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আসিসি)।ফলে পরবর্তী বিশ্বকাপে কোনো সহযোগী দলের থাকার সম্ভাবনা প্রায় শূন্য। থাকলেও বাদ পড়বে টেস্ট খেলুড়ে কোনো দল।
আইসিসির এমন অহেতুক ও উদ্ভট সিদ্ধান্তে এবার খানিকটা বেঁকে বসলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। যুক্তরাষ্ট্রে অল স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে আবারও সবাইকে সেটি মনে করিয়ে দিলেন এই তিনি, ‘অনেকেরই মত হচ্ছে বিশ্বকাপে কম দলের খেলা উচিত। কিন্তু এতে কোনো সমাধান আসবে না। কারণ ক্রিকেটকে বৈশ্বিক রূপ দিতে চাইছেন আপনি, অথচ বিশ্বকাপে খেলাচ্ছেন মাত্র ৮-১২টি দল। তাতেই সন্তুষ্ট থাকলে চলবে না, সংখ্যাটি আরও বাড়াতে হবে। সেই ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মাত্র ৯-১২টি দলই বিশ্বকাপ খেলে চলেছে। আমরা এখনই যদি এ নিয়ে ব্যবস্থা না নেই তবে ক্রিকেটকে বিশ্বে ছড়িয়ে দেওয়া অসম্ভব। বিশ্বের নানা প্রান্তেই খেলাটির প্রতি মানুষের আগ্রহ আছে। তাঁদের এই উৎসাহকে কাজে লাগানো উচিত আমাদের।’
প্রসঙ্গত, আইসিসি ক্রিকেটকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়ার কথা বললেও বিশ্বকাপের মতো বড় আসরে ‘অগুরুত্বপূর্ণ’ ম্যাচ কমাতে চায়।এছাড়া ২০০৭ বিশ্বকাপে দল ছিল ১৬ টি, ২০১১ ও ২০১৫তে অংশ নিয়েছে ১৪টি করে দল। পরেরবার ১০ টি। প্রতিবার দল বাড়ানোর বদলে কমছে! আইসিসির এ যেন উল্টো যাত্রা! সূত্র: পিটিআই।
৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর