বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৩২:৪৭

বড় হারে মাশুল গুনল বাংলাদেশ

বড় হারে মাশুল গুনল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাজে ফিল্ডিং এবং দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের মাশুলই গুনল বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রাম টেস্টে মুশফিকদের ৭ উইকেটে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। এর আগে মিরপুর টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয় পাওয়া বাংলাদেশ সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বৃহস্পতিবার ৯ উইকেটে ৩৭৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। কোনো রান যোগ করার আগেই দিনের দ্বিতীয় ওভারে নাথান লায়নকে আউট করে বাংলাদেশের মুখে হাসি ফোটান মোস্তাফিজ। ৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নাথান লায়ন ও প্যাট কামিন্সের বোলিং তোপে ১৫৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে অজিদের সামনে ৮৬ রানের সহজতম লক্ষ্য দাঁড়ায়। সেই লক্ষ্য পেরুতে কোনো সমস্যাই হয়নি স্মিথের দলের।
ছোট পুঁজি নিয়েও বাংলাদেশের বোলাররা দারুণ শুরু করেন। ৪৮ রানের মধ্যেই অস্ট্রেলিয়ান তিন শীর্ষ ব্যাটসম্যানকের সাজঘরে পাঠান মোস্তাফিজ, সাকিব, তাইজুলরা। তবে এরপর গ্লেন ম্যাক্সওয়েল ও পিটার হ্যান্ডসকম্বের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

চট্টগ্রাম টেস্টে জিততে পারলে কিংবা ড্র করতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে ওঠে আসতে পারতো বাংলাদেশ। তবে বাজে ফিল্ডিং ও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায় টাইগারদের।

গ্লেন ম্যাক্সওয়েল ২৫ এবং পিটার হ্যান্ডসকম্ব ১৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। চতুর্থ উইকেটে এই দুজন ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ওয়ার্নার আউট হন ৮ রান করে। স্মিথ ১৬ ও রেনশ করেন ২২ রান।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মোস্তাফিজ, তাইজুল ও সাকিব। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওয়ার্নারকে আউট করেন মোস্তাফিজ।

৮৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের পঞ্চম এবং মোস্তাফিজের ব্যক্তিগত তৃতীয় ওভারের পঞ্চম বলে বাউন্সারে নাকাল হয়ে শেষ সময় হুক করেন ওয়ার্নার। বল ডিপ মিডউইকেটে সৌম্য সরকারের হাতে জমা পড়লে উদযাপনে মেতে ওঠে বাংলাদেশ।

শুরুতেই উইকেট হারালেও সহজাত খেলাই চালিয়ে যান রেনশ ও স্মিথ। তাইজুল এসে জুটি ভাঙেন। তার করা দশম ওভারের প্রথম বলে স্মিথের ব্যাট ছুঁয়ে মুশফিকের গ্লাভসে জমা পড়ে। সাকিবের করা পরের ওভারে মুশফিকের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন রেনশ। তবে এরপর আর বিপদ হতে দেননি ম্যাক্সওয়েল ও হ্যান্ডসকম্ব। সাবলীল ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই দুজন।

বৃহস্পতিবার ৯ উইকেটে ৩৭৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। কোনো রান যোগ করার আগেই দিনের দ্বিতীয় ওভারে নাথান লায়নকে আউট করে বাংলাদেশের মুখে হাসি ফোটান মোস্তাফিজ। ৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নাথান লায়ন ও প্যাট কামিন্সের বোলিং তোপে ১৫৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে অজিদের সামনে ৮৬ রানের সহজতম লক্ষ্য দাঁড়ায়; হেসেখেলেই যেই লক্ষ্য পেরিয়ে যায় সফরকারীরা।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে মুশফিক ৩১ এবং মুমিনুল করেন ২৯ রান। সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ২৪ রান। মেহেদী হাসান মিরাজ ১৪ রানে অপরাজিত থাকেন। সৌম্য ৯, তামিম ১২, ইমরুল ১৫,  সাকিব ২ ও নাসির ৫ রান করে আউট হন।

দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার সেরা বোলার নাথান লায়ন। ৬০ রানের বিনিময়ে ৬ উইকেট নেন তিনি। প্রথম টেস্টে ৯ উইকেট নেয়া লায়ন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে নেন ৭ উইকেট। সবমিলিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২ উইকেট নেন তিনি। দুই টেস্টের সিরিজে তার চেয়ে বেশি উইকেট নেন কেবল রঙ্গনা হেরাথ (২৩টি)। এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন স্টিভ ও'কিফ ও প্যাট কামিন্স।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে