বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:০৬:৪৮

সিপিএলে টাইগার মাহমুদুল্লাহর নজরকাড়া বোলিং

সিপিএলে টাইগার মাহমুদুল্লাহর নজরকাড়া বোলিং

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পঞ্চম আসরের এলিমিনেটর গুয়ানা অ্যামাজনের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াহস। দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ।

পরাজয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহর জ্যামাইকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এছাড়া লেন্ডল সিমন্সের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৩৪ রান।

জ্যামাইকার দেয়া লড়াকু সংগ্রহ ১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ২৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে গুয়ানার। এরপর লুক রোচি এবং ওয়ালটন মিলে ৬৭ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামলিয়ে ভালো ভিত এনে দেন। জ্যামাইকার পক্ষে বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ এনে দেন কাঙ্খিত ব্রেকথ্রো। ৩৯ রান করা ওয়ালটনকে ফেরান রিয়াদ। এরপর আরো দুইটি উইকেট নেন এই ডানহাতি স্পিনার।

দলীয় ১১২ রানে জেসন মোহাম্মদ ও ১৩৪ রানে গাজানন্দ সিংকে আউট করেন রিয়াদ। তবে এক প্রান্ত আগলে রেখে ৩৩ বলে ৭০ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান লুক রোচি। দলের জয় থেকে ১৪ রান দূরে থেকে আউট হোন রোচি। তবে শেষে ফুয়াদ্দিনের ব্যাটিং নৈপূণ্যে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় গুয়ানা অ্যামাজন।

জ্যামাইকা তালাওয়াহসের পক্ষে নির্ধারিত ৪ ওভার বল করে ২৫ রানে ৩ উইকেট নেন রিয়াদ। একটি করে উইকেট পান সানটোকি ও সামি।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে