বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৩১:০৮

হারের পর দুঃসংবাদও পেলো টাইগাররা

হারের পর দুঃসংবাদও পেলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক: চুতুর্থ দিনে আট নম্বরে নামা মুমিনুলের আউটের পর ধারণাই করা যাচ্ছিল লিড আর খুব বেশি বাড়াতে পারবে না বাংলাদেশ।  হলোও তাই। সবশেষে ১৫৭ রানে থামে তাদের ইনিংস।

এদিন হারের পরও বাড়তি আফসোস করতে হয় টাইগারদের। তা হলো নতুন তুর্কী মেহেদী হাসান মিরাজের ইনজুরি।  দ্বিতীয় ইনিংসে সামান্য পুঁজি নিয়ে লড়াই করতে হয়েছে সাকিব-তাইজুলদের।  দুজনই উইকেট পেয়েছেন।  যদিও প্রথম উইকেটটি তুলে নেন মোস্তাফিজ। তাও বন্ধু ওয়ার্নারারের। প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও ওয়ার্নারকে নিজের শিকারে আনেন কাটার বয়।  কিন্তু মেহেদী হাসান মিরাজের বোলিংটা দেখা যায়নি চতুর্থ ইনিংসে।

ব্যাটিং করার সময় প্যাট কামিন্সের বলে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন মিরাজ। দলের পরিস্থিতির কারণে ব্যথা নিয়েই ব্যাটিং করেছেন। ছিলেন ১৪ রানে অপরাজিত। তবে ফিল্ডিংয়ে আর নামতে পারেননি। তাঁর জায়গায় ফিল্ডিং করেছেন লিটন দাস।

৮৬ রানের সহজ লক্ষ্যটা অস্ট্রেলিয়া পেরিয়ে গেছে ৭ উইকেট হাতে রেখেই। ঢাকা টেস্টে হারের পর চট্টগ্রামে জিতে সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া। তাতে বাড়তি দুঃসংবাদ হয়ে এল মিরাজের চোট।

চোটের আসল অবস্থা এখনো জানা যায়নি। বিসিবি সূত্র বলছে, পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে সংবাদমাধ্যমকে জানানো হবে। কদিন পরেই দক্ষিণ আফ্রিকা সফর। ২৮ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ তারিখ শুরু তিন দিনের প্রস্তুতি ম্যাচ।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে