বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৫১:৪৯

বাংলাদেশের জন্য আরেকটি দুঃসংবাদ!

বাংলাদেশের জন্য আরেকটি দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক: সামান্য পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে হয়েছে টাইগারদের।  আর এই আফসোসটা রয়ে যাবে বাংলাদেশের।  তবে সাকিব-তাইজুল দুজনই উইকেট পেয়েছেন।  কিন্তু মিরাজের বোলিংটা দেখা যায়নি চতুর্থ ইনিংসে।

কারণ ব্যাটিং করার সময় প্যাট কামিন্সের বলে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন মিরাজ।  কিন্তু দলের পরিস্থিতির কারণে ব্যথা নিয়েই ব্যাটিং করেছেন তিনি।  সেই সাথে ছিলেন ১৪ রানে অপরাজিত।  কিন্তু চোটের কারণে ফিল্ডিংয়ে আর নামতে পারেননি এই তরুণ স্পিনার।  আর তাই তাঁর জায়গায় ফিল্ডিং করেছেন লিটন দাস।

৮৬ রানের সহজ লক্ষ্যটা অস্ট্রেলিয়া পেরিয়ে গেছে ৭ উইকেট হাতে রেখেই।  ঢাকা টেস্টে হারের পর চট্টগ্রামে জিতে সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া।  আর তাতে বাড়তি দুঃসংবাদ হয়ে এল মিরাজের চোট।

তবে চোটের আসল অবস্থা এখনো জানা যায়নি।  বিসিবি সূত্র বলছে, পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে সংবাদমাধ্যমকে জানানো হবে।  কদিন পরেই দক্ষিণ আফ্রিকা সফর।  ২৮ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।  এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  ২১ তারিখ শুরু তিন দিনের প্রস্তুতি ম্যাচ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে