বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:২৪:১৭

হারের মূল কারণ জানালেন মুশফিক

হারের মূল কারণ জানালেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: নাসির হোসেনের হাত থেকে বের হওয়া গুড লেন্থ ডেলিভারিটা গ্লেন ম্যাক্সওয়েল আছড়ে ফেললেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে। শেষ বিকেলে চট্টগ্রামের সাগরিকায় জয় সিলগালা করে হাসিমুখে জড়িয়ে ধরলেন সতীর্থ পিটার হ্যান্ডসকম্বকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ১-১ সমতায়। অস্ট্রেলিয়ানদের মুখে সিরিজ বাঁচানোর হাসি, অন্যদিকে মুশফিকুর রহিমদের চেহারায় পরাজয়ের গ্লানি। ম্যাচ শেষে বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানালেন এই হারের মূল কারণ।

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে শুরুটা দুর্দান্ত হয়েছিলো বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টে মুদ্রার অপর পিঠটাও দেখা হলো মুশফিকদের। ৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে প্রথমেই ডাক পড়ে মুশফিকের।

হারের কারণ হিসেবে সেখানে মুশফিক বলেন, ‘প্রথমেই অস্ট্রেলিয়াকে অভিনন্দন। তারা অনেক শক্তিশালী দল। প্রথম টেস্টে হেরেও তারা দুর্দান্তভাবে ফিরে এসেছে। এই ম্যাচে হারের কারণ হয়ে আছে প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং ব্যর্থতা। প্রথম ইনিংসে আমরা ৩৫০-৪০০ রান করতে পারলে ভালো অবস্থানে থাকতাম। দ্বিতীয় ইনিংসেও আমাদের ব্যাটিং ভাল হয়নি। দ্বিতীয় ইনিংসে ১৫০-২০০ রানের লিড নিতে পারলে ফলাফল ভিন্নও হতে পারতো। তবুও বলব প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতাই আমাদের হারের কারণ।’

অস্ট্রেলিয়ান বোলারদের জয়ের কৃতিত্ব দিচ্ছেন মুশফিক। আলাদাভাবে ম্যাচসেরা নাথান লায়নের প্রশংসা করে তিনি বলেন, ‘ এই উইকেটে দ্বিতীয় ইনিংসে লায়ন অসাধারণ বল করেছে। অস্ট্রেলিয়ার বাকি বোলাররাও আমাদের ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন করে তুলেছিল।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে