মেসিকে ছাড়াই রাতে মাঠে নামবে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের চতুর্থ ম্যাচে বেলারুশের ক্লাব ব্যাটে বরিসবের মুখোমুখি হবে ন্যু ক্যাম্পের সৈনিকরা। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় মেসিকে ছাড়াই মাঠে নামবেন এনরিকের শিষ্যরা। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টেন এইচডি।
বরিসবের বিপক্ষে ম্যাচে বাড়তি সুবিধা পাচ্ছে কাতালানরা। একদিকে ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে। অন্যদিকে প্রতিপক্ষ শিবিরে চলছে ইনজুরির মহামারি। বরিসবের তারকা আলেকসান্দার উরুর ইনজুরিতে, অন্যদিকে স্ট্রাইকার ভিতালি রোডিনব হাঁটুর ইনজুরিতে আছেন। আর মাকসিম পড়েছেন পায়ের গোড়ালির ইনজুরিতে।
এছাড়া ইতিহাস মোটেও বেলারুশের ক্লাবটির পক্ষে কথা বলছে না। তারা কখনোই স্প্যানিশ কোনো ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে জয় পায়নি। তার উপর চ্যাম্পিয়নস লিগে তাদের সবশেষ ১৩টি ম্যাচের মাত্র একটিতে জিতেছিল তারা।
বার্সেলোনা অবশ্য ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের সবশেষ ৭টি ম্যাচের সবকটিতেই জিতেছে। ২০১১ সালের ডিসেম্বরে এই ব্যাটে বরিসবের বিপক্ষেই তারা জয় পেয়েছিল ৪-০ গোলে।
৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর