বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০৪:৫৯:২৮

যে কারণে ধোনিকে ‘বাপ’ বললেন কপিল দেব

যে কারণে ধোনিকে ‘বাপ’ বললেন কপিল দেব

স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ক্রিকেট দল একের পর এক ধরাশাহী হচ্ছে প্রতিপক্ষ দলের বিপক্ষে। গণহারে প্রশ্ন উঠতে শুরু করেছে তার অধিনায়কত্ব নিয়ে। তাই এখন ভারতীয় ক্রিকেটবোদ্ধারা ধোনির চেয়ে বিরাট কোহলিকে বেশি পছন্দ করছেন। তার পক্ষেই সবাই সাফাই গাচ্ছে। তবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের সঙ্গে এখনই বিরাট কোহলির অধিনায়কত্বের তুলনা টানতে চাইলেন না কপিল দেব৷ মঙ্গলবার জয়পুরে এক অনুষ্ঠানে এসে কপিল বলছিলেন, 'তুলনা টানার মতো সময় আসেনি৷ বড্ড তাড়াতাড়ি এই ব্যাপারটা করার চেষ্টা করা হচ্ছে৷ ক্যাপ্টেন ধোনির সাফল্য ছুঁতে কোহলিকে বহু দিন অপেক্ষা করতে হবে৷' এ কথা বলতে গিয়েই তার মন্তব্য, 'বাপ বাপ হোতা হ্যায়, আউর বেটা বেটা হোতা হ্যায়৷' তিরাশির বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক অবশ্য কোহলির ব্যাটিং নিয়ে দারুণ খুশি৷ বলেছেন, 'বিরাট ব্যাটসম্যান হিসেবে সত্যিই বিরাট৷ আমি নিশ্চিত ও ভারত অধিনায়ক হিসেবেও একদিন সফল হবে৷ তখন না হয় তুলনা করা যাবে৷' ভারত-দক্ষিণ আফ্রিকার আসন্ন টেস্ট সিরিজের ফল কী হবে? কপিলের উত্তর, 'এটা নির্ভর করছে পুরোপুরি উইকেট তৈরির উপর৷ ভারতের ব্যাটিং ও স্পিন বোলিংয়ের উপযুক্ত করে পিচ বানালে সাফল্য আসবেই বিরাটদের৷' কপিল দেব মনে করেন, যে কোনও ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্টই দেশের মাঠে পছন্দের উইকেট চাইতে পারে৷ সেটা দেওয়াও উচিত বোর্ডের৷ এ প্রসঙ্গেই তিনি রবি শাস্ত্রীকে সমর্থন করেন৷ ক'দিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুম্বইয়ে পঞ্চম তথা শেষ এক দিনের ম্যাচে পিচ ভারতের সহায়ক না হওয়ায় হেরেছিলেন ধোনিরা৷ তা নিয়ে পিচ কিউরেটর সুধীর নায়েকের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন শাস্ত্রী৷ কপিল বলেন, 'শাস্ত্রী ভুল কিছু করেনি৷ সিরিজ যখন ২-২, তখন মুম্বইয়ের উইকেট ভারতের সহায়ক করা দরকার ছিল৷ তা না করায় ভারত সিরিজ হারায়৷ এটা মেনে নেওয়া শাস্ত্রীর পক্ষে কেন, কারও পক্ষেই সম্ভব ছিল না৷' বীরেন্দ্র সহবাগ তাঁর বিদায়ী ম্যাচ না পাওয়ায় ক্ষোভ দেখিয়েছেন৷ এ নিয়ে কপিলের বক্তব্য, 'বীরুর বিদায়ী ম্যাচ অবশ্যই পাওয়া উচিত ছিল৷ কিন্ত্ত এটা পাওয়াটা পরিস্থিতির উপর নির্ভর করে৷ বীরুর ক্ষেত্রে সেই পরিস্থিতি ছিল না৷ যেমন ছিল না ৯৯ টেস্ট খেলা আজহারের ১০০ টেস্ট খেলার স্বপ্ন সফল হওয়াটাও৷' বীরুর উদ্দেশ্যে কপিলের সমবেদনা, 'বিদায়ী ম্যাচ না খেললেও তোমার কৃতিত্ব এক ইঞ্চি খাটো হবে না৷ তাই দুঃখ করো না৷' সূত্র : এই সময় ৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে