ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচে কঠিন সমীকরণ
স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ হাফিজ ব্যাট হাতে জ্বলে উঠলেন ফের। দলের বিপদের সময় আরেকবার হাল ধরেই নিজেকে ক্রিকেট বিশ্বের কাছে অনন্য ক্রিকেটার হিসাবে প্রমাণ করেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।
সিরিজে এগিয়ে থাকা পাকিস্তান শেষ ম্যাচেও হুঙ্কার দিচ্ছে প্রতিপক্ষের বিপক্ষে। হাফিজ ১৫১ রানের ইনিংস খেলেন। পাকিস্তান যখন একের পর এক উইকেট হারিয়ে নড়বড়ে হয়ে যাচ্ছিল তখন ব্যাটিংয়ের কাজটা সাহসিকতার সাথে চালিয়ে যান হাফিজ।
পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২৬০ রানের লিড দিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের হাতে দুটি উইকেট থাকায় এই লিড আরো বড় করার সুযোগ পাচ্ছে তারা। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে হাফিজ ছাড়া বড় রানের দেখা পাননি অন্য কোনো ব্যাটসম্যান।
দলীয় অধিনায়ক মিসবাহ ৩৮ রান করে আউট হয়েছেন। অন্যদের সবার রান এই রানের নিচে। ইংল্যান্ডের বোলাররা সবাই ভালো করেন। অ্যান্ডারশন ও ব্রড দুটি করে উইকেট পান। অন্যদের মধ্যে মঈন আলী, আদিল রশিদ ও প্যাটেল একটি করে উইকেট শিকার করেন।
হাফিজ নিজে উজ্জ্বল ক্রিকেট খেললেও জয় পাওয়ার মত নিশ্চিত কোনো লক্ষণ দেখাতে পারেনি পাকিস্তান। অন্যদিকে পুরো মাত্রায় ছন্দে নেই ইংল্যান্ডও। ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচে উড়ে এসে হাজির হয়েছে এক কঠিন সমীকরণ। তবে শেষ হাসি যারাই হাসুক না কেন ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই এই টেস্ট।
৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর