রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২২:১৮

বিশ্ব একাদশে তামিমের সাথে আরও খেলবেন যারা

 বিশ্ব একাদশে তামিমের সাথে আরও খেলবেন যারা

স্পোর্টস ডেস্ক: আট বছর বিরতির পর আবারও ক্রিকেট ফিরতে যাচ্ছে পাকিস্তানে। আন্তর্জাতিক কোনো ম্যাচ না হলেও এর আবহটা আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে কম নয়। কারণ পাকিস্তানের বিপক্ষে খেলবেন তামিম ইকবাল, হাশিম আমলা, ফাফ ডু প্লেসির মতো প্রতিষ্ঠিত তারকারা। এরই মধ্যে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য দেশ ছেড়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

চলতি মাসের ১২, ১৩ ও ১৫ তারিখ লাহোরের গাদ্দাফি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই তিন ম্যাচে আইসিসি গঠিত বিশ্ব একাদশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শনিবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের বিমানে চেপেছেন বাঁ-হাতি ওপেনার তামিম। সেখানেই একত্রিত হবেন বিশ্ব একাদশের বাকি ক্রিকেটাররা। দুবাই থেকে পাকিস্তানের বিমান ধরবেন তামিমরা। পাকিস্তানে তামিমদের অধিনায়কত্ব করবেন ফাফ ডু প্লেসি।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। এরপর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মরিয়া হয়ে আছে নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে। তাদের এই দাবি আরও জোরালো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরের শিরোপা জেতার পর। এরই ধারাবাহিকতায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বিশ্ব একাদশকে পাঠাচ্ছে আইসিসি। বিশ্ব একাদশের কোচ হিসেবে থাকবেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।  

বিশ্ব একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, গ্রান্ট এলিয়ট, তামিম ইকবাল, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, ইমরান তাহির ও ড্যারেন স্যামি।
১০সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে