জমে উঠেছে পাকিস্তান-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট
স্পোর্টস ডেস্ক: কে জিতবে? কিংবা কে জিততে পারে? শারজায় পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যেকার চলতি সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি প্রকৃত অর্থে কোন দিকে গড়াচ্ছে সেটা বলা এখন খুবই মুশকিল। কারণ ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ৩০৬ রানের জবাবে পাকিস্তান যখন নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন পাকিস্তান হয়তো এই টেস্ট হেরে যাবে।
কিন্তু পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে হার-জিতের ধারণা করাটা বেশ দুরুহ হয়ে পড়েছে। দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ হাফিজের অনবদ্য ১৫১ রানের উপর ভিত্তি করে পাকিস্তান অলআউট হয়েছে ৩৫৫ রানে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ২৮৩।
অবশ্য তৃতীয় দিন শেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ৪৬ রান সংগ্রহ করে ফেলায় জয়ের পাল্লাটা ইংল্যান্ডেরই ভারী। কারণ, জয়ের জন্য ইংল্যান্ডের এখন প্রয়োজন ২৩৭ রান। তবে এই ৪৬ রান তুলতেই ইংল্যান্ডের হারাতে হয়েছে মূল্যবাদ ২টি উইকেট। তাই ইংল্যান্ডের জয়ের জন্য পুরো দুইটি দিন এবং হাতে ৮টি উইকেট থাকলেও পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে শেষের দিকে যেভাবে উইকেট পড়েছে। তাতে চলতি টেস্টে শারজার উইকেট দেখে বোঝা যাচ্ছে যত দিন গড়াচ্ছে উইকেট ততই যেন বোলারদের স্বর্গে পরিণত হচ্ছে। তৃতীয় দিন শেষে ক্রিজে আছেন অধিনায়ক অ্যালিস্টার কুক (১৭) এবং জো রুট (৬)। আউট হয়েছেন ওপেনার মঈন আলি (২২) এবং ইয়ান বেল (০)।
পাকিস্তানের পক্ষে দুটি উইকেটই পেয়েছেন শোয়েব মালিক। শোয়েব মালিক প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৪টি উইকেট।
এর আগে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি থেকে আসে ১০১ রান। ব্যক্তিগত ৩৪ রান করে আউট ওপেনার আজহার আলি।
এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন অভিজ্ঞ শোয়েব মালিক। তবে তিনি বেশিক্ষণ স্থায়ী হতে পারেন নি। রানের খাতা খোলার আগেই তিনি অ্যান্ডারসনের শিকারে পরিণত হন। এরপর দ্রুত ইউনুস খান ও রাহাত আলির উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ইউনুস আউট হন ব্যক্তিগত ১৪ রান করে। তবে রাহাত কোন রান করতে পারেননি। শেষের দিকে একপ্রান্ত আগলে থাকা মোহাম্মদ হাফিজকে দারুণ সঙ্গ দেন অধিনায়ত মেজবাহ উল হক। তবে দলীয় ২৪৫ রানের মাথায় মেজবাহ আউট হওয়ার পরপরই দলীয় ২৫৭ রানের মাথায় আউট হন মোহাম্মদ হাফিজ। মেজবাহ ৩৮ ও হাফিজ করেন ১৫১রান। শেষ দিকে আসাদ শাফিক ও শরফরাজ আহমেদ বড় স্কোরের স্বপ্ন দেখালেও শেষ পর্যৃন্ত তারা আউট হয়ে গেলে দ্রুতই অল আউট হয় পাকিস্তান। আসাদ ৪৬, শরফরাজ ৩৬ এবং শেষ দিকে ওহাব রিয়াজ করেন ২১ রান।
ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডারসন ২টি, স্টুয়াট বর্ডৃ ৩টি উইকেট লাভ করেন। এছাড়া পেটেল, মঈন আলি এবং রশিদ ১টি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান-২৩৪ এবং ৩৫৫.
ইংল্যান্ড- ৩০৬ ও ৪৬/২
৪ঠা, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ