রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৩৩:৩৭

খবর শুনে ভয় কেটেছে মিরাজের

 খবর শুনে ভয় কেটেছে মিরাজের

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে এক্স-রে রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। তাই ভয় কেটেছে মিরাজের। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান মেডিকেল অফিসার দেবাশীষ চৌধুরি।

‘আমাদের হাতে এসেছে মিরাজের এক্স-রে রিপোর্ট। সেখানে খারাপ কিছু দেখা যায়নি। কয়েকদিন বিশ্রাম করলেই সে পুরোপুরি সেরে উঠবে। আসন্ন সাউথ আফ্রিকা সিরিজের আগেই নিজেকে প্রস্তুত করতে মিরাজের কোনো সমস্যাই হবে না।’

চলতি মাসে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সাউথ আফ্রিকা যাচ্ছে টিম বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ২৮ সেপ্টেম্বর। তার আগে ২১-২৩ সেপ্টেম্বর স্বাগতিকদের বিরুদ্ধে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বে মুশফিক-মাশরাফীরা।
১০ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে