রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:২৪:৫৩

ভারতকে অবৈধ ভাবে টস জেতানো হয়েছে!

ভারতকে অবৈধ ভাবে টস জেতানো হয়েছে!

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত ভারত শ্রীলঙ্কা টিটুয়েন্টি ম্যাচের টস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়।  টসে ভারতকে ইচ্ছা করে জেতানো হয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে।  

সেই টসের ভিডিও ক্লিপিং নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করে খেলার সম্প্রচারকারী সংস্থা।  এরপরেই বিতর্ক ছড়ায় অনলাইন আর অফলাইনে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অবশ্য শনিবার এক টুইটবার্তায় নিজেদের মতামত জানায় শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

বলা হয়, ম্যাচ রেফারি ‘হেড’ বলেছিলেন বলেই মেনে নিয়েছে শ্রীলংকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড মেনে নিলেও এখনও প্রশ্ন রয়ে যাচ্ছে- ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সিদ্ধান্ত নিয়ে।

পাইক্রফটের আওয়াজ থেকে এখনও পরিষ্কার নয় আদৌ তিনি ‘হেড’ বলেছেন কিনা! তার শারীরিক ভাষা দেখে বারবার মনে হচ্ছিল টসে ভারতকে জয়ী ঘোষণা করায় তিনি হতবাক। এই পরিস্থিতিতে আসলে কে টস জিতেছিল তার সত্যতা হয়তো আর কখনই জানা সম্ভব হবে না।
১০ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে