রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৩৩:২৯

বাংলাদেশ সিরিজ দিয়ে নতুন নিয়মের শুরু

বাংলাদেশ সিরিজ দিয়ে নতুন নিয়মের শুরু

স্পোর্টস ডেস্ক: এ বছরের শুরুতে আইসিসির ক্রিকেট কমিটি কিছু পরিবর্তন আনে খেলার নিয়মে। তাতে করে ব্যাটের মাপ, টি-টোয়েন্টিতে ডিআরএস পদ্ধতির ব্যবহার, রান আউটের নিয়মে কিছু পরিমার্জনসহ প্রথম শ্রেণির ক্রিকেটে বদলি খেলোয়াড়ের নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে, যা কার্যকর হবে ১ অক্টোবর থেকে।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজের বেশির ভাগটাই এই তারিখের পরে হলেও শুরুটা ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে হওয়ার কারণে এই সিরিজ দিয়েই চালু হবে নতুন নিয়ম। কী থাকছে নতুন নিয়মে? প্রথমত কড়া নজর রাখা হবে ব্যাটের মাপে। বেশি পুরু ও মোটা প্রান্তের ব্যাট দিয়ে বড় বড় বাউন্ডারি হাঁকানোর দিন হয়তো ফুরোবে এবার। তার মানে ডেভিড ওয়ার্নারের ৮৫ মিমি পুরু ‘কাবুম’ ব্যাট ভারত সফরেই শেষবারের মতো দেখা যাবে এই বাঁহাতি ওপেনারের হাতে।

নতুন নিয়মে ব্যাটের সর্বোচ্চ পুরুত্ব ৬৭ মিমি আর প্রান্তগুলো ৪০ মিমির বেশি হবে না। আম্পায়ারের কাছে থাকবে বিশেষ ছাঁচ, যার মাধ্যমে মাপা যাবে ব্যাটের পুরুত্ব। এ ছাড়া রান আউটের নিয়মে একটি বড় পরিবর্তন আসছে। ব্যাট দাগের ভেতর পড়ে উঠে গেলে অর্থাৎ ‘বাউন্সিং ব্যাটে’র বেলায় এখন আউট দেবেন না আম্পায়ার। যেভাবে জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে আউট হয়েছিলেন রোহিত শর্মা।

১ অক্টোবর থেকে এই নিয়ম আর থাকছে না, একবার দাগের ভেতর ব্যাট পড়লেই ‘ইন’ ধরে নেওয়া হবে। এ ছাড়া টি-টোয়েন্টিতে ডিআরএস, টেস্টে ৮০ ওভারের পর ‘নতুন রিভিউ’ যোগ হওয়াটা বাতিল, আম্পায়ারের হাতে খেলোয়াড়কে সাময়িকভাবে মাঠ থেকে বের করে দেওয়ার ক্ষমতাসহ বেশ কিছু বদলই আসন্ন। সবই শুরু হবে ১ অক্টোবর থেকে, তবে বাংলাদেশের বেলায় সেটা দিনকয়েক আগেই। টেস্টের মাঝপথে যে নিয়ম বদলে ফেলার নিয়ম নেই!--ক্রিকেটনেক্সট

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে