রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:০৮:৪৮

ব্যাংকক পাঠানো হচ্ছে মোসাদ্দেককে

ব্যাংকক পাঠানো হচ্ছে মোসাদ্দেককে

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের একাদশ থেকে চোখের ইনজুরির কারনে ছিটকে পড়েছিলেন তিনি। তার বদলী হিসেবে সুযোগ পায় মমিনুল হক। সবকিছু ঠিক থাকলে তিন ওয়ানডে, দুই টেস্ট ও দুই টি২০ ম্যাচ খেলতে চলতি মাসের ১৭ তারিখ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দলেও মোসাদ্দেকের থাকা না থাকা নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রায় এক মাসের বেশি সময় দক্ষিণ আফ্রিকা সফরে কাটাবে বাংলাদেশ দল।এদিকে মোসাদ্দেকের চোখের সমস্যার সমাধান খুব দ্রুত হচ্ছে না। চলতি সপ্তাহেই তাকে ব্যাংককে পাঠানো হচ্ছে।

স্থানীয় চক্ষু বিশেষজ্ঞর পরামর্শেই মোসাদ্দেককে বাইরে পাঠানো হচ্ছে।
ডাক্তার দেবাশিষ চৌধুরী, বিসিবি ফিজিশিয়ান শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, ‘বুধবার ব্যাংককে এক চক্ষু বিশেষজ্ঞর সাথে তার দেখা করার তারিখ ঠিক করা হয়েছে।

‘কালকের মধ্যেই (আজ) ভিসা পেয়ে যাওয়ার কথা। বৃহস্পতিবারও ডাক্তারের সাথে একবার দেখা করার কথা মোসাদ্দেকের। আমাদের স্থানীয় চক্ষু বিশেষজ্ঞের অনুরোধে আমরা তাকে ব্যাংকক পাঠাচ্ছি।’

তবে দেবাশিষ চৌধুরী আশ্বস্ত করেছেন, মোসাদ্দেকের চোখের সংক্রমণ খুবই বাজে অবস্থায় যে আছে না নয়। তবে বেশ সময় লাগতে পারে বলে জানান তিনি।

‘এটা ভয়ঙ্কর কোন সংক্রমণ নয়। কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে তার। ট্রিটমেন্ট আমাদের ডাক্তার যেমন দিয়েছিলেন তেমনই হবে। কিন্তু তারপরও আমরা মোসাদ্দেককে বাইরে পাঠিয়ে নিশ্চিত হতে চাই।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে