রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৩৩:৪০

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দুঃসংবাদ বাংলাদেশের

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দুঃসংবাদ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ সমতায় সিরিজ শেষ করেছিল বাংলাদেশ। আর তাতে আইসিসির ঘোষিত র‌্যাংকিংয়ে ৫ রেটিং পয়েন্ট বেড়েছিল মুশফিক-সাকিবদের।  অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছিল মাত্র ১ পয়েন্টের। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৪ এবং ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৫।

এরপর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্টইন্ডিজের হারের পর ধারণা করা হয়েছিল সুখবরই পেতে যাচ্ছে টাইগাররা।  অর্থাৎ ওয়েস্টইন্ডিজের রেটিং পয়েন্ট কমবে। আর তাতে র‌্যাংকিংয়ে আটে চলে আসবে বাংলাদেশ।  কিন্তু তা আর হলো না।  লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারলেও আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের রেটিং পয়েন্ট আগের ৭৪-ই। পরিবর্তন হয়নি ওয়েস্ট ইন্ডিজেরও। তাদের আগের সেই ৭৫ রেটিং পয়েন্টই রয়ে গেছে।

সুতরাং, টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের যে অষ্টম স্থানে উঠে আসার সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা আর হলো না। আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, টেস্টের টিম র্যাংকিংয়ে কোনো পরিবর্তন নেই। আগের রেটিং পয়েন্টই রয়ে গেছে সবার।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে