রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৪০:২৬

অশ্বিন-ওয়ার্নারের লড়াই মিস করবেন দর্শকরা

অশ্বিন-ওয়ার্নারের লড়াই মিস করবেন দর্শকরা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফর শেষ করে অস্ট্রেলিয়া দলের একাংশ পৌঁছে গেছে ভারতে। সেখানে তারা ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই বছরের শুরুতে দুই দলের টেস্ট মোকাবেলায় ওয়ার্নার বনাম অশ্বিন ডুয়েল ছিল অন্যতম সেরা আকর্ষণ। সেই ডুয়েলটাই এবার মিস করতে যাচ্ছেন দর্শকরা। কারণ অশ্বিন-জাদেজাকে বিশ্রামে রেখেই প্রথম তিন ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গত এক বছরে বল হাতে প্রচুর ওয়ার্কিং লোড নেওয়ায় অশ্বিন-জাদেজাকে আরও কিছুদিন বিশ্রাম দেওয়ার পথে হাঁটল নির্বাচকরা।  শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজেও এই জুটিকে বিশ্রামে রাখা হয়। যদিও এই মুহূর্তে ইংল্যান্ড কাউন্টি খেলছেন ভারতীয় অফ স্পিনার। চলতি মাসে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই ওরচেস্টারশায়ারের হয়ে  ১২-১৫ ও ২৫-২৮ সেপ্টেম্বর কাউন্টি ক্রিকেটে দুটি ম্যাচ খেলার কথা অশ্বিনের।

অশ্বিন-জাদেজার বিকল্প হিসেবে শ্রীলঙ্কার মাটিতে চাহাল, অক্ষর, কুলদীপদের নতুন স্পিন জুটি বেছে নিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল। পেস বিভাগে ফেরানো হয়েছে মোহাম্মদ শামি ও উমেশ যাদবকে।
 ক্যারিবিয়ান সফরে উমেশ-শামি দলে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে দুজনকে বিশ্রাম দেওয়া হয়। স্মিথ-ওয়ার্নারদের বিপক্ষে ফের দলে ফিরতে চলেছেন অভিজ্ঞ দুই পেসার।

নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ বলেছেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে দল নির্বাচনে রোটেশন পদ্ধতিতেই ক্রিকেটারকে নির্বাচিত করা হয়েছে। তাই প্রথম তিন ম্যাচে অশ্বিন-জাদেজার মতো সিনিয়র স্পিনারদের বিশ্রামে রাখা হলো। শ্রীলঙ্কা সফরে অক্ষর, চাহালের মতো তরুণ স্পিনাররা নজর কেড়েছে। রিজার্ভ বেঞ্চে শক্তি বাড়াতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সিরিজে প্রতিশ্রুতিময় স্পিনারদের উপরই আস্থা রাখা হয়েছে। '

ক্যাঙ্গারুদের বিপক্ষে প্রথম তিন ম্যাচে ওপেনিংয়ে দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। শ্রীলঙ্কা সফরে লোকেশ রাহুলকে মিডল অর্ডারে নামালেও নতুন সিরিজে তাকে পুরোনো ওপেনিং স্লটে ফিরিয়ে রোহিত বা ধওয়ানের সঙ্গী হিসেবে নামিয়ে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

মিডল অর্ডারের দায়িত্বে অধিনায়ক কোহলি ছাড়াও কেদার যাদব, মনীশ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, আজিঙ্কা রাহানের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়, স্পিন বিভাগে যুযবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল দায়িত্ব পালন করবেন।  মোহাম্মদ শামি, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ আর ভুবনেশ্বর কুমারকে নিয়ে সাজানো হয়েছে ভারতের পেস অ্যাটাক।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে