বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০৮:০৪:৫৪

হৃদয় জুড়ানো দারুণ এক সুখবর দিলেন মাশরাফি

হৃদয় জুড়ানো দারুণ এক সুখবর দিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: এবারের বিপিএলে বাংলাদেশের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে। আজ এই দলটি তাদের রাজধানীর একটি অভিজাত হোটেলে লোগো ও জার্সি উন্মোচন করেছে। ওই অনুষ্ঠানে কিছুক্ষণ পরই মঞ্চে দেখা গেল এক দল শিশুকে। পরে কুমিল্লা দলের অধিনায়ক মাশরাফি নিজেই দিলেন তার টিমের সুখবর। বললেন, বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করেছে। আর আমি এটাকেই আমার দলের 'প্রথম জয়' মনে করছি। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের মতে মাঠে নামার আগেই এটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনেক বড় জয়। বুধবার ওয়েস্টিন হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লোগো ও জার্সি অনুষ্ঠানে মাশরাফি বললেন, ‘সবারই উচিত এদের পাশে এসে দাঁড়ানো। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেই কাজটা করেছে। মাঠে নামার আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এটা 'প্রথম' জয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এমন পদক্ষেপকে আমি স্বাগত জানাই।’ এরপর শিশুদের হাতে নিজের স্বাক্ষর করা একটি ব্যাট তুলে দেন মাশরাফি। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে জাগো বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এই সংগঠনকে আর্থিক এবং সামাজিকভাবে সাহায্য করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির চেয়্যারম্যান নাফিসা কামাল এ বিষয়ে বলেন, ‘আমরা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। তাদের পাশে থাকতে চাই আমরা।’ ৪ঠা, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে